ড্রোনের জন্য বীমার প্রস্তাব শুরু করেছে জাপানের বৃহৎ দুর্ঘটনা বীমা কোম্পানী টোকিও মেরিন হোল্ডিংস। তারা আশা করছে, আগামী মার্চের মধ্যে ১৫০০ চুক্তি পেয়ে যেতে পারে।
বীমা পণ্যগুলোর একটি বড় বৈচিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কোম্পানিগুলোর প্রচেষ্টারই অংশ এটি, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। দেশটিতে বিশেষ বিমান বীমা কোম্পানি (স্পেশালটি এভিয়েশন কোম্পানি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপের মতো বড় বড় কোম্পানিগুলো কিছু সময় ধরে ড্রোনের জন্য বীমা প্রস্তাব করে আসছে।
গত জুন মাসে সাড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে হিউস্টন ভিত্তিক এইচসিসি ইন্সুরেন্স হোল্ডিংস কিনতে সম্মত হয়েছিল টোকিও মেরিন। উন্নয়নশীল বিশেষ পণ্যের বিষয়ে মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে শিক্ষা নিতেই সেটি কেনার সম্মতি দিয়েছিল বলে জানান টোকিও মেরিনের প্রধান নির্বাহী সুইওশি নাগানো।
এক সাক্ষাতকারে সুইওশি নাগানো বলেন, ৪০ বছর আগে যখন আমি কোম্পানিতে যোগদান করি তখন মোট রাজস্বের অর্ধেকেরও বেশি আদায় হয়েছিল অটো পলিসি থেকে এবং এ অবস্থা এখনো পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, আমরা বাস্তবিক ভাবেই জাপানে বিশেষায়িত বীমা ব্যবসার অন্যান্য ধরণগুলোর উন্নয়ন করতে চাই।
ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এইচসিসি’র পণ্য কোম্পানিতে বাইরের পরিচালক রক্ষা নীতি অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে জাপানে সম্ভাব্য বৃদ্ধির বাজার, যেখানে অনেক কোম্পানি প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক বাইরের পরিচালক নিচ্ছে।