নিজস্ব প্রতিবেদক: দর পতনের বৃত্ত ভাঙতে পারছে না বীমা খাতের কোম্পানিগুলো। চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বুধবারও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, লেনদেন ও সূচক কমেছে। এর আগের পাঁচ কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন ফের ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। বুধবার লেনদেন হয়েছে ৩৯০ কোটি টাকা। মঙ্গলবারের তুলনায় প্রায় ১৮ শতাংশ লেনদেন কম হয়েছে।
অব্যাহত এই পতন বাজারে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারেও ধস নামে। বুধবার ডিএসই’র ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২২টি কোম্পানির বা ৪৮% শেয়ার দর কমেছে। এদিন দাম বেড়েছে মাত্র ১৪টি কোম্পানির বা ৩০%। আর বাকী ১০টি ২২% কোম্পানির বা শেয়ার দরে কোন পরিবর্তণ লক্ষ করা যায়নি।
দরপতন সম্পর্কে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা ৩ দিনের ছুটি। এ সুযোগে অনেক বিনিয়োগকারী গ্রামের বাড়িতে চলে গেছেন। এ কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকায় লেনদেনে প্রভাব পড়েছে।
শেয়ার দর কমে যাওয়া বীমা কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, বিজিআইসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স ও সান লাইফ ইন্স্যুরেন্স।
যেসব বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিফ লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্র্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। তবে বাকী ১০টি বীমা কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তণ লক্ষ করা যায়নি।
এদিকে দিনভর সূচকের উত্থান-পতন শেষে মূল্য সূচকের সামান্য উন্নতিতে শেষ হয়েছে দিনের লেনদেন। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১.১১ পয়েন্ট। এর ফলে ডিএসইর এ সূচকটি ৪৪০৮.৬৪ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার দর।