নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, লেনদেন ও সূচক কমেছে। এর আগের দিন রোববার শেয়ার বিক্রির চাপে মূল্য সংযোজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) । এর ফলে শেয়ার বাজারে পতন দেখা যায়। এরই ধারাবাহিকতা সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দৃশ্যমান।
অব্যাহত এই পতনে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারেও ধস নামে। ডিএসই’র ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৩০টি কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন দাম বেড়েছে মাত্র ৯টি কোম্পানির। আর বাকী ৭টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তণ লক্ষ করা যায়নি।
দরপতন সম্পর্কে বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের সময়-সীমা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের ধীরগতি এবং বাজার থেকে কিছু কিছু কোম্পানির টাকা তুলে নেয়ার কারণে দর পতন হচ্ছে।
সোমবারের বাজার পর্যালোচনা করে দেখা গেছে, দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইএক্স) প্রধান সূচক রোববারের চেয়ে সোমবার ২৯ পয়েন্ট, ডিএসই-৩০ এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট কমেছে। এদিন ডিএসই’তে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকা। যা রোববারের চেয়ে ৪৩ কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টি, কমেছে ২০৬টি ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।
বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এই কোম্পানির শেয়ার প্রতি দর কমেছে ৩.৮০টাকা। আর শেয়ার দর কমে যাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ৩.৩০ টাকা। এর পরের অবস্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানির শেয়ার প্রতি দর কমেছে ২.১০ টাকা।
অন্যদিকে শেয়ার দাম বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ০.৯০ টাকা। আর শেয়ার দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ০.৩০ টাকা। এর পরের অবস্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। এই কোম্পানির শেয়ার প্রতি দর বেড়েছে ০.৩০ টাকা।
শেয়ার দর কমে যাওয়া বীমা কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, বিজিআইসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স,
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিফ লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্র্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স।
যেসব বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স। তবে বাকী ৭টি বীমা কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তণ লক্ষ করা যায়নি।