সপ্তাহজুড়ে বীমা খাতের ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে (৩ থেকে ৭ এপ্রিল) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের চারটি কোম্পানি তাদের শেয়াহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব কোম্পানির পর্ষদ গত সপ্তাহে ডিভিডেন্ডের ঘোষণা দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড ঘোষণাকারী পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে রুপালী ইন্স্যুরেন্স ১৫ শতাংশ (১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক), নিটল ইন্স্যুরেন্স লি. ১২ শতাংশ স্টক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স লি. ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।