সপ্তাহের শেষ দিনে বীমা খাতের ২৯ কোম্পানির দর বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও উর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো উভয় বাজারের লেনদেন। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে ২৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে।
দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর বাড়ে ১১.৫০ টাকা। এছাড়া এদিন দর কমেছে মাত্র ১৩টি কোম্পানির। অন্যদিকে বাকী মাত্র ৪টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগের দিন বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬টি বীমা কোম্পানির মধ্যে দর কমেছিল ২২টি, বেড়েছিল ১৭টি ও অপরিবর্তিত ছিলো ৭টি কোম্পানির শেয়ার দর। তবে সপ্তাহের শেষ দিনে কাটিয়ে উঠে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে বীমা খাতের কোনো কোম্পানি স্থান পায়নি। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, বীমা খাতের ৪৬টি কোম্পানির বেশিরভাগ শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাত্র কয়েকটি কোম্পানির শেয়ার। আর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর নামে মাত্র কমেছে। দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর বাড়ে ১১.৫০ টাকা। আর ৫০৭টি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেন হয়েছে মাত্র এক লাখ ২৮ হাজার ৩৪৪ টাকা।
এর পরেই রয়েছে নিটল ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার প্রতি দর ৬.১ টাকা বাড়লেও লেনদেন হয়েছে মাত্র ১৫৯১ টাকা। তবে ডেল্টা লাইফের শেয়ার প্রতি মাত্র ২.২ টাকা বাড়লেও এদিন ৪০৮টি শেয়ারের মাধ্যমে লেনদেন হয়েছে ৩ লাখ ১৪ হাজার ২৯৮ টাকা।
এদিকে ডিএসই’র বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৯.২১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৪৪৩.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন বুধবার সূচক কমেছিল ১০.৫২ বেড়েছিল ৪.১২ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ৩২২টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। বুধবারের তুলনায় প্রায় ৬ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি টাকা।