নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে আজ বুধবার। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে। তবে ঊর্ধ্বমুখী বাজারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানির শেয়ার দর কমেছে। আর মাত্র ১৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাকী ৭ কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। বুধবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বুধবার ডিএসইর বাজার পর্যালোচনা করে দেখা যায়, যে কয়টি কোম্পানির শেয়ার দরে বেড়েছে তার মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সবার শীর্ষে রয়েছে। এদিন কোম্পানির শেয়ার প্রতি দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা। মোট ২১২টি শেয়ারের মাধ্যমে লেনদেন হয়েছে ৬৬ হাজার ৬০৫ টাকা। আর দর পতনে শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। বুধবার লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর হারায় ১ টাকা ৯০ পয়সা। ২৫৭টি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেন হয়েছে মাত্র ৭৭ হাজার ৭২১ টাকা।
এদিকে বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.১৩ পয়েন্ট। সূচকের এ উত্থানের ফলে দিনশেষে ডিএসইএক্স ৪৪১৩.৮৫ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে টানা ৫ দিনে ১৩০ পয়েন্ট বাড়ার পরে গত মঙ্গলবার ২১.৯৩ পয়েন্ট কমেছিল। লেনদেন হওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে এ দিন দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। এদিকে ডিএসইতে ৪২৭ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৮৫ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৮১ লাখ টাকা।