সাইবার ইন্স্যুরেন্সের চাহিদা বাড়ছে সিঙ্গাপুরে

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরে সাইবার ইন্স্যুরেন্সের ব্যাপক চাহিদা বাড়ছে। চলতি বছরে এই চাহিদা ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এআইজি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স (এআইজি সিঙ্গাপুর) । কোম্পানিটি বলছে, সম্ভাব্য সাইবার আক্রমণের বিপর্যয় প্রশমিত করতে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা এই সাইবার পলিসি গ্রহণ করছে। বেশিরভাগ চাহিদা দেশের আর্থিক, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাত থেকে আসছে। এশিয়ায় সরকারি কোম্পানিগুলোর তিনটিতে দু’টি এই জরিপে স্বীকার করেছে সাইবার ইন্স্যুরেন্স ভবিষ্যতে ক্রমেই গুরুত্বপূর্ণ হবে। তবে এসব কোম্পানির মাত্র ৯ শতাংশের এই কাভারেজ রয়েছে বলেও জানায় এআইজি। প্রতিবেদন অনুসারে, বিশ্বের প্রথম আধুনিক জাতি হওয়ার প্রচেষ্টা হিসেবে নতুন আন্ত:সংযুক্ত প্রযুক্তি ও ক্রমবর্ধমান স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা কোম্পানিগুলোকে সাইবার আক্রমণ ও নাশকতা বৃদ্ধির হুমকিতে ফেলেছে। এআইজি সিঙ্গাপুর এর হেড অব ফিনান্সিয়াল লাইন লাই ইয়েন ইয়েন বলেন, গত তিন বছরে সাইবার পলিসির চাহিদা সাত গুণ বাড়তে দেখেছে এই ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটির ভবিষ্যদ্বাণী হচ্ছে, সিঙ্গাপুরের কোম্পানিগুলোর পক্ষ থেকে সাইবার ইন্স্যুরেন্সের এই শক্তিশালী চাহিদা পরবর্তী পাঁচ বছরেও অব্যাহত থাকবে। আগামী ২০২০ সাল নাগাদ সাইবার ঝুঁকি মোকাবেলায় বীমা কাভারেজ নেয়া কোম্পানিগুলোর সংখ্যা ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে দাঁড়াবে বলেও প্রত্যাশা করছে এআইজি সিঙ্গাপুর।