বীমা খাতের বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে: শীর্ষে ফারইষ্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসসহ টানা ৫ কার্যদিবসে মূল্য সূচকের উলম্ফন হয়েছে। সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। ঊর্ধ্বমুখী বাজারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিভাগ বীমা কোম্পানির শেয়ার দর সোমবার বেড়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬টি বীমা কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৮টির। এর মধ্যে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। সোমবার কোম্পানিটির শেয়ার দর বাড়ে ৩.৭০ টাকা। এর দিন দর কমেছে মাত্র ৭টি কোম্পানির। সবচেয়ে বেশি দর কমেছে নিটল ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির দর কমেছে শেয়ার প্রতি এক টাকা। অন্যদিকে বাকী ১২টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে গত রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬টি বীমা কোম্পানির মধ্যে দর কমেছিল ১৭টি, দর বেড়েছিল ১৫টি ও অপরিবর্তিত ছিলো ১৪টি কোম্পানির শেয়ার দর। তবে রোববারের মতো লেনদেনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে সোমবারও বীমা খাতের একটি কোম্পানিও স্থান পায়নি।
সোমবার লেনদেনে বীমা খাতের যেসব কোম্পানির দর বৃদ্ধি পায় সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, পিউপিলস ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স,
মেঘনা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
অন্যদিকে বীমা খাতের যেসব কোম্পানির দর কমেছে সেগুলো হলো- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া বাকী ১২ কোম্পানিগুলোর দরে কোন পরিবর্তন হয়নি।
এদিকে ডিএসই’র বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২.৪২ পয়েন্ট। দিনশেষে ডিএসইএক্স ৪৪৩১.৬৫ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। গত রোববার সূচক বেড়েছিল ২১.৬৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকা। যা রোববারের তুলনায় লেনদেন বাড়ার হার ৩১.১২ শতাংশ।