বীমা খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে

নিজস্ব প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে চলিত সপ্তাহের পুঁজিবাজারের লেনদেন। তবে প্রথম দিনে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিভাগ বীমা কোম্পানির শেয়ার দর কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬টি বীমা কোম্পানির মধ্যে দর কমেছে ১৭টির। আর সামান্য হারে দর বেড়েছে ১৫টি কোম্পানির। অন্যদিকে বাকী ১৪টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এদিকে রোববার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১.৬৯ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩৭৯.২৩ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার সূচক বেড়েছিল ২২.২৪ পয়েন্ট। এ নিয়ে টানা ৪ দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন। ডিএসই’র বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনে অংশ নেয়া ৩১৫টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির দর। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হলেও রোববার তা ফের ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৯৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৯৬ লাখ টাকা। তবে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে বীমা খাতের একটি কোম্পানিও স্থান পায়নি।  রোববার লেনদেনে বীমা খাতের যেসব কোম্পানির দর বৃদ্ধি পায় সেগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিজিআইসি ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। অন্যদিকে বীমা খাতের যেসব কোম্পানির দর কমেছে সেগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সোনারবাংরা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স। বাকী কোম্পানিগুলোর দরে কোন পরিবর্তন হয়নি।