ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিপর্যয়ে গত বছর বীমা কোম্পানিগুলোর লোকসান হয়েছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে এই লোকসানের পরিমাণ আগের বছরের তুলনায় অনেক কম। ২০১৪ সাল পর্যন্ত বিগত এক দশকে বীমা খাতে বছরে গড়ে ৬২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সম্প্রতি সুইস রি প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বজুড়ে ৩৫৩টি বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে ৯২ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। এরমধ্যে ১৯৮টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় ক্ষতি হয়েছে ৮০ বিলিয়ন ডলার। এর আগে ২০১৪ সালে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ে লোকসান হয়েছিল ১১৩ বিলিনয় মার্কিন ডলার।
বিগত বছরে সংঘটিত বিপর্যয়ের মধ্যে চীনের তিয়ানজিয়ান পোর্টে জোড়া বিস্ফোরণ ছিল বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল বীমা ক্ষতির ঘটনা। আগস্টে সংঘটিত ওই বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়। সুইস রি’র তথ্য মতে, ওই বিপর্যয়ের ঘটনায় বীমা খাতের লোকসান হয়েছে ২.৫ থেকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ বন্যা ও ঝড়ে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হয় উত্তর আমেরিকা। ওই বিপর্যয়ের ঘটনায় বীমা কোম্পানিগুলোকে ২.১ বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুণতে হয়। এছাড়া গত বছরের এপ্রিলে নেপালে বিধ্বংসী ভূমিকম্পে ৯ হাজার মানুষ মারা যায় এবং এতে ৬ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়।
সুইস রি’র ওই প্রতিবেদনে ২০১৫ সালে বিশ্বজুড়ে সংঘটিত ১৫৫টি বিপর্যয়ের ঘটনাকে মানবসৃষ্ট বলে গণ্য করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে ভূমধ্যসাগর পারি দিয়ে ইউরোপে যাওয়ার পথে হাজার হাজার উদ্বাস্তুর সলিল সমাধির ঘটনাকে।