ডেস্ক রিপোর্ট: স্বল্পমেয়াদী অর্থায়ন ও বীমা পণ্য বিক্রি বন্ধ করেছে চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) । বীমা খাতের টেকসই উন্নয়নের জন্য এই ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। এক বছরের কম সময়ে পরিপক্বতা অর্জনকারি সব বীমা পণ্য এই স্থগিতাদেশের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে।
সিআইআরসি’র পরিচালক ইউয়ান জু চেং বলেন, কেবলমাত্র বিনিয়োগের উদ্দেশ্যে বীমা কোম্পানিগুলোর আপাতদৃষ্টিতে সম্পদ ব্যবস্থাপনা পণ্য বিক্রি করা উচিত নয়। এই অনুশীলন বীমা নয় বলেও মন্তব্য করেন ইউয়ান জু চেং।
তিনি বলেন, চীনে সামাজিক নিরাপত্তা কাভারেজ খুবই অপ্রতুল। সুতরাং কেবল অর্থায়ন প্রকল্প প্রস্তাবের ওপর মনোযোগ নিবদ্ধ করার চেয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল ও পেনশন বীমায় আরো বেশি সময়, প্রচেষ্টা ও অর্থ বিনিয়োগ করা উচিত।
এমনকি যখন অর্থায়ন পরিকল্পনা প্রস্তাব করা হয় তখনও সামাজিক নিরাপত্তার মাত্রা ও পরিষেবা উন্নত করার সঙ্গে প্রাসঙ্গিক হওয়া উচিত বলে মনে করেন সিআইআরসি’র পরিচালক ইউয়ান জু চেং।
চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন আরো জানিয়েছে, এক থেকে তিন বছরের মধ্যে পরিপক্বতা অর্জনকারি বীমা পণ্যের পরিমাণ আগামী তিন বছরে অর্ধেকে নামিয়ে আনা হবে।
স্বল্প ও মধ্যমেয়াদী জীবন বীমা পণ্য থেকে এই শিল্পের মোট প্রিমিয়াম বছরে ৫০০ বিলিয়ন আরএমবি (৭৭.৩ বিলিয়ন মার্কিন ডলার) থেকে ৫৫০ বিলিয়ন আরএমবি হ্রাস করার ঘোষনা দিয়েছেন সিআইআরসি’র জীবন বীমা তত্ত্বাবধান বিভাগের পরিচালক ইউয়ান জু চেং।