দর্শনার্থীদের সমাগম নেই বীমা মেলায়

নিজস্ব প্রতিবেদক: দর্শক টানতে পারেনি দেশের প্রথম বীমা মেলা। তিন দিনের এই মেলায় দ্বিতীয় দিনেও চোখে পড়েনি সাধারণ দর্শকদের সমাগম। স্টলগুলোতে যাদের দেখা গেছে তাদের বেশিরভাগই ছিল সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মাঠকর্মী ও উন্নয়ণ কর্মকর্তা। প্রয়োজনীয় প্রচার-প্রচারণার অভাবে এমনটি হয়েছে বলে অভিযোগ করছেন মেলায় অংশ নেয়া বীমা কোম্পানিগুলোর কর্তাব্যক্তিরা। ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, আয়োজকদের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে সাধারণ দর্শকদের সমাগম হচ্ছে না।ফলে আয়োজনটাই বিফলে যাচ্ছে। বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ এই স্লোগান নিয়ে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বীমা মেলা- ২০১৬। সরকারি ও বেসরকারি বীমা কোম্পানিগুলোর পাশাপাশি বীমা সংশ্লিষ্ট দেশি-বিদেশি ৫০টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে বীমা মেলা। এর মাধ্যমে গ্রাহকদের বীমা পণ্য সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার বীমা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেলায় বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও এদিন র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বেকারদের জন্য ছিল বীমা খাতে চাকরির সুযোগ সংক্রান্ত তথ্য। বীমা মেলা ঘুরে ও আগতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা ও এর আশপাশের এলাকাগুলো থেকেই বেশি দর্শনার্থী এসেছেন এই মেলায়। মুন্সিগঞ্জ থেকে আসা ফারইস্ট ইসলামী লাইফের মাঠকর্মী আয়েশা বেগম জানান, কোম্পানির নির্দেশেই তিনি মেলা দেখতে এসেছেন। একই জবাব দেন চাঁদপুর থেকে আসা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের একজন মাঠকর্মী। এদিকে দর্শক সমাগম কম হওয়ার নতুন পলিসি বিক্রিও হচ্ছে কম। তাই হতাশা ব্যক্ত করেছেন লাখ লাখ টাকা খরচ করে মেলায় অংশ নেয়া বীমা কোম্পানিগুলোর কর্তাব্যক্তিরা। তারা দর্শক সমাগম কম হওয়ার জন্য আয়োজক সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, প্রচার-প্রচারণা অভাবে বীমা মেলায় দর্শকদের উপস্থিতি কম হয়েছে। তাই জনসচেতনতা সৃষ্টির জন্য এই মেলা আয়োজনা করা হলেও সুফল তেমন প্রত্যাশা করা যাচ্ছে না। মেলা উপলক্ষে যত টাকা ব্যয় করা হলো এখন সে টাকা তুলতেই হিমশিম খেতে হবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, কোম্পানির পরিচিতি বাড়ানোর জন্যই মূলত মেলায় অংশ নেয়া। কিন্তু সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি না থাকায় সেই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। এদিকে বীমা মেলার প্রচার-প্রাচরণা ও অব্যবস্থাপনার বিষয়ে কোন কথা বলেননি আয়োজক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কেউই।