ব্যবসা-বাণিজ্যের বীমা অপরিহার্য: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যবসা-বাণিজ্যের বীমা অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বীমা খাত সংশ্লিষ্টদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, বীমা খাতে নৈতিকতার বড়ই অভাব। জীবন বীমায় এটি সব থেকে বেশি। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রথম বীমা মেলা- ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। অর্থমন্ত্রী বলেন, বীমা খাত আমাদের দেশে নতুন ধারনা। এটি অনিয়ন্ত্রিত খাত হিসেবে বেড়ে উঠেছে। দেশে ব্যক্তি মালিকানায় এ খাত গড়ে ওঠে। তিনি আরো বলেন, আমাদের দেশে সাধারণ বীমা জীবন বীমার এক চতুর্থাংশ। আমরা স্থাপনা বীমা করি শুধু বাণিজ্যিক ভবনের। ঘর-বাড়ির বীমা করি না। এ কারণে ঘর-বাড়ি থেকে কিছু চুরি হলে তার ক্ষতিপূরণ পায় না। আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান প্রমুখ। সভাপতির বক্তব্যে এম শেফাক আহমেদ বলেন, যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বাংলাদেশে বীমাশিল্প দীর্ঘদিন অবহেলিত ছিল। ফলশ্রুতিতে বীমা তার নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারেনি। তিনি বলেন, জীবন বীমা কোম্পানিতে পলিসিহোল্ডারদের প্রিমিয়াম একটি আমানত। চুক্তি অনুযায়ী পলিসির মেয়াদ শেষে লাভসহ এ টাকা পরিশোধ করতে হয়। এ জন্য বীমা আইনে কোম্পানির ব্যবসা সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য ব্যয়ের মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। পরিতাপের বিষয় অধিকাংশ কোম্পানি এ বিধান অমান্য করে পলিসিহোল্ডারের আমানত ব্যয় করছে। ফলে পলিসির মেয়াদ শেষে লাভ তো দূরের কথা অনেক কোম্পানি প্রিমিয়াম'র টাকাও ফেরত দিতে পারছে না। তাদের এই ব্যর্থতা বৃহত্তর জনগোষ্ঠির মাঝে জীবন বীমা সম্বন্ধে বিরূপ ধারণার সৃষ্টি করছে, যা সামগ্রিক বীমা শিল্পের অগ্রগতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ।