দেশে প্রথম বীমা মেলা শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক: ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ এই স্লোগানকে সামনে নিয়ে প্রথমবারের মতো দেশে তিন দিনব্যাপী বীমা মেলা শুরু হচ্ছে। আগামী ২৩ মার্চ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে। দেশের সরকারি ও বেসরকারি বীমা কোম্পানিগুলোর পাশাপাশি বীমা সংশ্লিষ্ট ৫০টি প্রতিষ্ঠান এতে অংশ নেবে। সোমবার আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। মেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে “বীমা মেলা- ২০১৬”। বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। সন্ধ্যা ৬টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বীমা খাতে চাকরির সুযোগ সংক্রান্ত তথ্যও প্রদান করা হবে মেলায়। মেলার দ্বিতীয় দিন ২৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আর মেলার শেষ দিন অর্থাৎ ২৫ মার্চ অনুষ্ঠেয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় ও তৃতীয় দিনেও বীমা দাবির চেক হস্তান্তর, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা খাতে চাকরির সুযোগ সংক্রান্ত তথ্য প্রদান করা হবে।