সিইও নিয়োগের শর্ত শিথিলের চিন্তা করা হচ্ছে: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের শর্ত শিথিল করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ার‌ম্যান শেফাক আহমেদ। তবে শিথিল করতে গিয়ে যেন অযোগ্যরা চলে না আসে সে বিষয়টিও ভাবা হচ্ছে। সোমবার রাজধানীর মতিঝিলে আইডিআরএ মিলনায়তনে “বীমা মেলা- ২০১৬” নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বীমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান শেফাক আহমেদ। ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ এই স্লোগান নিয়ে আগামী বুধবার থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) জনবল নিয়োগ হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে আইডিআরএ চেয়ারম্যান বলেন, তার উত্তর জানা নেই। তিনি আরো বলেন, এটা দুঃখের বিষয় যে কেন এত সময় লাগছে। তবে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দায়িত্বে থাকা অবস্থায় হয়তো তা দেখে যেতে পারব না। একই ব্যক্তি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের এমডি থাকার বিষয়ে শেফাক আহমেদ বলেন, ব্যাংকিং আইন ২০১৩ ‘তে কিছুটা সংশোধনী আনা হয়েছে। এতে একই ব্যক্তি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের এমডি হতে পারবেন না। তবে এর আগে যদি কেউ ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের এমডি নিযুক্ত হয়ে থাকেন তবে তিনি এখনো তা থাকতে পারেন। শেফাক আহমেদ আরো বলেন, বীমা একটি নিরস জিনিস। এর প্রচার ও প্রসার ঘটাতে প্রথমবারের মতো বীমা মেলার আয়োজন করা হয়েছে। এবছর কেন্দ্রীয়ভাবে এ মেলা আয়োজন করা হলেও পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশে বীমা দিবস পালনের জন্য একটি দিন নির্ধারণ করারও চেষ্টা চলছে। আইডিআরএ সদস্য ও মেলার আয়োজক কমিটির সভাপতি মো. কুদ্দুস খান বলেন, বীমা নীতিতে বীমা মেলা বাধ্যতামূলক উল্লেখ করা আছে। বীমা সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের বীমাখাত অনেক পিছিয়ে আছে। এ মেলার মাধ্যমে বীমাখাতে গতি বড়বে বলে আশা করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিএফআইডি যুগ্ম সচিব মো. শফিকুল ইসলাম, আইডিআরএ সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা, জুবের আহমেদ খাঁন, মো. মুরশিদ আলম,পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিএম ইউসুফ আলী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ফারজানা চৌধুরী প্রমুখ।