‘অর্থনীতিতে বীমা কোম্পানিগুলোর অবদান’ শীর্ষক কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে এ্যাকচুয়ারি সোসাইটি অব বাংলাদেশ (এএসবি) ও ইন্স্যুরেন্সনিউজবিডি.কম। ইন্স্যুরেন্সনিউজবিডি.কমের প্রধান সম্পাদক মাহমুদুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজায় দাস গুপ্ত।
কর্মশালায় এএসবির প্রেসিডেন্ট একেএম ইলিয়াস হুসাইন বলেন, প্রধানত সাতভাবে বীমা জাতীয় অর্থনীতিতে আবদান রাখে। এরমধ্যে আর্থিকখাতে স্থিতিশীলতা আনা ও অনিশ্চয়তা কমানো, সরকারের নিরাপত্তা বিষায়ক কাজে সহায়তা, ব্যবসা বাণিজ্যে সহায়তা, জাতীয় সঞ্চয় বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলার দক্ষতা বৃদ্ধি, প্রদনার মাধ্যমে আর্থনীতির ঝুঁকি কমানো এবং জাতীয় মুলধন বৃদ্ধিতে সহায়তা করা। এসময় তিনি বলেন, উন্নতদেশের অর্থনীতিতে বীমা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে তুলনায় আমাদের দেশে এ অবদান অনেক কম। এরকারণ নতুন পণ্য চালু না হওয়া।
তিনি বলেন, দেশে এক কোম্পানি অন্য কোম্পানির পণ্য নকল (ফেটোকপি) করে ব্যবসা পরিচালনা করছে। দেশের পরিবর্তিত অর্থনীতি ও পরিস্থির উপর ভিত্তি করে কেউ নতুন পণ্য চালুর উদ্যোগ নেয়নি। ফলে কোম্পানির সংখ্যা বাড়লেও বীমা খাতের উন্নয়নের অগ্রগতি হয়নি। তিনি আরও বলেন, মানুষ অল্প সময়ে অর্থ ফেরত পেতে চাই। বীমা কোম্পানিগুলোকে এ বিষয়টির উপর গুরুত্ব দিয়ে নতুন পণ্য চালুর উদ্যোগ নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ডেল্টা লাইফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাস দেব প্রসাদ বলেন, উন্নত দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদ) বীমা কোম্পানিগুলোর অবদান ১৫ থেকে ২০ শতাংশের উপরে। জাপানের জিডিপিতে বীমার অবদান ২৩ শতাংশের উপরে। আর পর্শ্ববতী দেশ ভারতের জিডিপিতে বীমার অবদান ৪ শতাংশের উপরে। অথচ বাংলাদেশের জিডিপিতে বীমার অবদান এক শতাংশেরও কম। এর কারণ হিসেবে তিনি বলেন, উন্নত দেশর বীমা কোম্পানিগুলো পরিবর্তীত অর্থনীতি ও উপযোগের উপর ভিত্তি করে নতুন নতুন পণ্য চালু করে। কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো এধরণের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দীর্ঘ দিনের পুরাতন পণ্য দিয়েই চলছে কোম্পানিগুলো। কর্মশালা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ইন্স্যুরেন্সনিউজবিডি.কমের সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মানুষের কাছে বীমা কোম্পানিগুলো চোরের আখড়া হিসেবে পরিচিত। অর্থমন্ত্রী নিজেও কিছু দিন আগে এ কথা বলেছেন। তাই বীমা খাতের উন্নয়নে সাংবাদিকরা যাতে ভূমিকা রাখতে পার সে উদ্দেশ্যকে সামনে রেখেই এ কর্মশালার আয়োজন। কর্মশালা শেষে উপস্থিত সাংবাদিকদের সনদ বিতরণ করা হয়।