ডেস্ক রিপোর্ট: বীমা খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশি কোম্পানিগুলোকে আরো সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এই সম্ভাবনাময় বীমা বাজারে বিদেশিদের আকৃষ্ট করতে তাদের মালিকানার অংশ বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে দেশটির সরকার। এজন্য বীমা বিধি সংশোধনের করতে যাচ্ছে ভারত।
প্রচলিত বিধিমালা অনুসারে ভারতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এর স্বয়ংক্রিয় অনুমোদন রয়েছে ২৬ শতাংশ পর্যন্ত। তবে সংশোধিত বিধিমালায় এর পরিমাণ বৃদ্ধি করে ৪৯ শতাংশ পর্যন্ত প্রযোজ্য করা হবে। অর্থাৎ নতুন বিধিমালা অনুমোদন পেলে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো ৪৯ শতাংশ পর্যন্ত মালিকানা লাভ করতে পারবে।
বর্তমানে দেশটির বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আইআরডিএ) এবং কেন্দ্রীয় ব্যাংক বীমা খাতের জন্য প্রস্তাবিত এফডিআই নীতিমালা পর্যালোচনা করছে। প্রয়োজনীয় পর্যালোচনা শেষে ভারত সরকার সেটি অনুমোদন দেবে।
এখন পর্যন্ত ১০টি বিনিয়োগ প্রস্তাবনা ভারত সরকারের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। এসব প্রস্তাবনার মধ্যে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স এবং এভিভা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে।