
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোক বীমা ডিভিশনের দু’দিনব্যাপী উন্নয়ন ও ব্যবসায় পর্যালোচনা সভা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ৭ ও ৮ তারিখে কোম্পানির ট্রেনিং রুমে এ সভা আয়োজন করা হয়। লোক বীমা ডিভিশনের উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা এতে অংশ নেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (সিসি) এন সি রুদ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। তিনি ২০১৫ সালে পরিচ্ছন্ন ব্যবসা করায় সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ২০১৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক কর্নেল (অব.) এম সামসুদ্দিন আহমদ, পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, প্রফেসর মো. মহিউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ডি এস তাইফুল ইসলাম, সি. নির্বাহী পরিচালক, মার্কেটিং আবু বকর ছিদ্দিক সোহেল, লোকবীমা ডিভিশনের সি. জেনারেল ম্যানেজার মিয়া মো. মশিউর রহমান প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি