বীমা বিবর্তনের ইতিহাস

বীমা ক্রমবিকাশ লাভ করে ১৪০০ সাল থেকে বীমার অগ্রযাত্রা শুরু হয় নৌ বীমার মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম নৌ-বীমা ব্যবসায়ের উৎপত্তি হয়। এরপর আসে অগ্নিবীমা ও সবার পরে জীবন বীমা ইউরোপীয় বণিকরা প্রথম দিকে সমবায় সংস্থার মাধ্যমে বীমা ব্যবস্থার প্রচলন করেন উপমহাদেশে ১৯২৮ সালে The Indian Insurance Companies Act নামে সর্বপ্রথম বীমা আইন প্রণীত হয় (সংশোধিত ও পরিমার্জিত হয় ১৯৩৮ সালে) ১ম সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ বীমা সংগঠন- ASPA (Amicable Society for Perpetual Assurance)। বাংলাদেশে বীমা বিবর্তনের ইতিহাস বাংলাদেশে প্রচলিত বর্তমান বীমা আইন- ২০০৯ সালের (পূর্বে ১৯৩৮ সালের বীমা আইন প্রচলিত ছিল)। বর্তমানে বীমা কোম্পানি- অর্থ মন্ত্রণালয়ের অধীনে (পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল)। বাংলাদেশে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ পাস করা হয়- ২০০৮ সালে। নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৯’ পাস হয়। বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IRA) – এর পূর্ব নাম ‘বীমা অধিদপ্তর’। বাংলাদেশে ৭৭ টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ২টি সরকারি (জীবন বীমা ও সাধারণ বীমা) ৭৫টি বেসরকারি (১টি বিদেশি- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি)। বাংলাদেশে জীবন বীমার জন্য শুধু জীবন বীমা কোম্পানি কাজ করে বাকি অন্য সব ধরনের বীমা (অগ্নিবীমা, নৌবীমা, মটরযান বীমা, দুর্ঘটনা বীমা ইত্যাদি)-এর জন্য সাধারণ বীমা কোম্পানি কাজ করে থাকে। সাধারণ বীমা (জেনারেল ইন্স্যুরেন্স)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে- নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বেসরকারি খাতে বীমা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়- ১৯৮৪ সাল থেকে। সর্বশেষ ২০১৩ ও ২০১৪সালে আরো নতুন ১৬টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হয়।