সর্বোচ্চ ২৫ কোটি টাকা বীমা দাবি পাবে মেট্রিক্স সোয়েটার
নিজস্ব প্রতিবেদক:
গাজিপুরের বোর্ডবাজার ছয়দানা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেট্রিক্স সোয়েটার সর্বোচ্চ ২৫ কোটি টাকার বীমা দাবি পেতে পারে। বীমা জরিপের চূড়ান্ত প্রতিবেদন ও পলিসির সব শর্ত পূরণ হলেই এ টাকা পাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি । ইন্স্যুরেন্সনিউজবিডিকে এমনটাই জানিয়েছেন মেট্রিক্স সোয়েটারের বীমাকারি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর।
এদিকে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা না গেলেও এ ঘটনায় একশ’ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমকে জানায় কারখানা কর্তৃপক্ষ।
সূত্রমতে, গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রফতানিমুখী তৈরি পোশাক কারখানা মেট্রিক্স সোয়েটারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই কারখানার ভবনের গোডাউন ও রফতানির জন্য রাখা তৈরি পোশাক, কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় ও বিশাল অংকের ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করে। এ সময় ধোয়ার কারণে কারখানার ৪ শ্রমিক এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়।
মেট্রিক্স সোয়েটার কারখানার অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও বীমা দাবির বিষয়ে যোগাযোগ করা হলে কাজী মোকাররম জানান, মেট্রিক্স সোয়েটার কারাখানার কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের অবহিত করেছে। আমারা এরইমধ্যে কারাখানা পরিদর্শন করেছি। দাবি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জরিপকারি ৩টি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।
তিনি আরো জানান, কারখানাটির টপ ফ্লোরের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি অনেক বেশি। তবে কারাখানা কর্তৃপক্ষ থেকে ১০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির যে তথ্য প্রাথমিকভাবে দিয়েছে তা সঠিক নয়। আমরা কোম্পানির পক্ষ থেকে পরিদর্শন করেছি, তাতে আমাদের ধারণা ১৫ থেকে ২৫ কোটি টাকার মালামাল ক্ষতি হতে পারে। ক্ষয়ক্ষতির এ হিসাব জরিপ প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্তভাবে বলা যাবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেট্রিক্স সোয়েটার কারখানার মালামালের ওপর ১৫৮ কোটি টাকার বীমা করা আছে। তিনি বলেন, জরিপকারির প্রতিবেদন পেলেই আমরা যতদ্রুত সম্ভব দাবি পরিশোধের ব্যবস্থা নেব।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কারাখানা ভবনটি ধসে পড়ার আশঙ্কায় বীমা কোম্পানির কাছে মালামাল সরিয়ে রাখার আবেদন করে মেট্রিক্স কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত মালামাল অবিকল অবস্থায় ম্যাট্রিক সোয়েটার কর্তৃপক্ষের জিম্মায় রাখার অনুমতি দেয়া হয়েছে বলে জানান দেশ জেনারেল ইন্স্যূরেন্সের এই মূখ্য নির্বাহী।
এ বিষয়ে মেট্রিক্স সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতি ও বীমা দাবি প্রসঙ্গে জানতে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওযা যায়নি।