বিশ্বের নামিদামি বীমা ব্র্যান্ডের তালিকায় নেই বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট:
২০১৬ সালে বিশ্বের নামিদামি ব্রান্ডের র্যাংকিংয়ে স্থান পায়নি বাংলাদেশি কোন বীমা কোম্পানি। তবে বাংলাদেশে শাখা অফিস খুলে ব্যবসা করা মার্কিন বীমা কোম্পানি মেটলাইফ আলিকো ও সম্প্রতি ব্যবসার অনুমোদনপ্রাপ্ত ভারতীয় শীর্ষ বীমা কোম্পানি এলআইসি তাতে জায়গা করে নিয়েছে। বিশ্বের মূল্যবান ৫০০ ব্র্যান্ডের ওই র্যাংকিংয়ে মেটলাইফের অবস্থান ১৭৪তম। আর ২০৯তম অবস্থানে রয়েছে এলআইসি।
এদিকে বিশ্বের মূল্যবান ওই ব্রান্ডের তালিকায় বীমা খাতে শীর্ষ স্থান দখল করেছে জার্মানি কোম্পানি আলিয়াঞ্জ। ১৮৯০ সালে বার্লিনে প্রতিষ্ঠিত এই বীমা প্রতিষ্ঠান টানা তিন বছর ধরে তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০১৫ সালের চেয়ে এক ধাপ এগিয়ে ২০১৬ সালে এসে ৪৩তম স্থান দখল করেছে আলিয়াঞ্জ।
স্বাধীন অদৃশ্যমান সম্পদের মূল্যনির্ধারণী প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফিন্যান্স’ প্রতিবছর বিশ্বের মূল্যবান ৫০০ ব্র্যান্ডের র্যাংকিং প্রকাশ করে। এই ধারাবাহিকতায় গত ১ ফেব্রুয়ারি নতুন বছরের প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক এই প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই কনসালটেন্সি বর্তমানে ২০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
ব্র্যান্ড ফিন্যান্সের ওই তালিকায় সার্বিকভাবে শীর্ষ স্থান দখল করেছে অ্যাপল। তার পরের অবস্থানে রয়েছে গুগল। আর তৃতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। তবে বীমা খাতের কোম্পানিগুলোর ব্র্যান্ডের মূল্যমানের ভিত্তিতে শীর্ষ স্থান দখল করেছে ইউরোপীয় এই আর্থিক সেবা প্রতিষ্ঠান আলিয়াঞ্জ।
প্রতিবেদন অনুসারে, আলিয়াঞ্জ হচ্ছে একমাত্র বীমা ব্র্যান্ড যা ২০১৬ সালে বিশ্বের শক্তিশালী ব্র্যান্ড র্যাংকিংয়ে ৫০ এর মধ্যে স্থান পেয়েছে। কোম্পানিটির বর্তমানে ব্র্যান্ড মূল্য ২০ হাজার ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০১৫ সালে আলিয়াঞ্জের ব্র্যান্ড মূল ছিল ২০ হাজার ৯৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
আফ্রিকাসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে আলিয়াঞ্জ। তাছাড়া দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মিশর, তিউনিশিয়া, বেনিন, বারকিনা ফাসো, ক্যামেরন, সেন্ট্রাল আফ্রিকা, মরক্কো, আইভোরি কোস্ট, ঘানা, মাদাগাস্কার, মালি, রিপাবলিক অব কংগো, সেনেগাল এবং টোগোর বাজারে নেতৃত্বস্থানীয় কোম্পানিগুলোর মধ্যেও আলিয়াঞ্জ অন্যতম।
ব্র্যান্ড ফিন্যান্সের ওই র্যাংকিংয়ে আলিয়াঞ্জের পরেই মূল্যবান বীমা ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে ফ্রান্সের এএক্সএ ইন্স্যুরেন্স কোম্পানি। র্যাংকিংয়ে কোম্পানিটির অবস্থান ৬১তম। এর আগে ২০১৫ সালে কোম্পানিটির র্যাংকিং ছিল ৫২তম। এএক্সএ ইন্স্যুরেন্সের বর্তমান ব্র্যান্ড মূল্য ১৮ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০১৫ সালে কোম্পানিটির ব্র্যান্ড মূল্য ছিল ১৯ হাজার ৫২৯ মিলিয়ন মার্কিন ডলার।
চায়না লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্র্যান্ড ফিন্যান্স প্রকাশিত ২০১৬ সালের র্যাংকিংয়ে ৮২তম স্থান দখল করে আছে। এর আগের বছরে মূল্যবান বীমা ব্র্যান্ড হিসেবে কোম্পানিটির অবস্থান ছিল ১২০তম। চায়না লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান ব্র্যান্ড মূল্য ১৪ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০১৫ সালে কোম্পানিটির ব্র্যান্ড মূল্য ছিল ১০ হাজার ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার।
ব্র্যান্ড ফিন্যান্সের ওই র্যাংকিংয়ে চায়না লাইফ ইন্স্যুরেন্সের পরেই মূল্যবান বীমা ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে দেশটির আরেক বীমা কোম্পানি পিং অ্যান। র্যাংকিংয়ে কোম্পানিটির অবস্থান ১০০তম। এর আগে ২০১৫ সালে কোম্পানিটির র্যাংকিং ছিল ১০৬তম। পিং অ্যান ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান ব্র্যান্ড মূল্য ১২ হাজার ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০১৫ সালে কোম্পানিটির ব্র্যান্ড মূল্য ছিল ১১ হাজার ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, মেটলাইফ আলিকে বাংলাদেশে শাখা অফিস খুলে ১৯৫২ সাল থেকে ব্যবসা করে আসছে। তবে কোম্পানিটিতে বাংলাদেশের কোনো মালিকানা নেই। বর্তমানে বাংলাদেশে মেটলাইফের গ্রাহক ১০ লাখ গ্রাহক এবং ১৪ লাখ পলিসি রয়েছে।
অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি) কে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন দেয়া হয় গত ডিসেম্বর। কোম্পানি বাংলাদেশে এখনো তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেনি। কোম্পানিটির ৫০ শতাংশের মালিকানা ভারতের। আর বাকি ৫০ শতাংশের মালিক বাংলাদেশ।