ডেস্ক রিপোর্ট:
বিদায়ী বছরের শেষ প্রান্তে এসে প্রিমিয়াম সংগ্রহে ধস নেমেছে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)’র। প্রতিবেদনে দেখা গেছে, গত ডিসেম্বরে কোম্পানিটির নতুন একক বীমা পলিসির প্রিমিয়াম সংগ্রহ ৫৪ শতাংশে নেমে এসেছে। তবে ভারতের বাজারে শীর্ষ স্থানীয় এই লাইফ বীমা প্রতিষ্ঠান গ্রুপ পলিসির কারণে সার্বিকভাবে তার অগ্রগতি ধরে রেখেছে। ওই সময়ে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ ৭০ শতাংশ বেড়েছে।
এর আগে ২০১৩ সালের ডিসেম্বর মাসেও এলআইসি’ একক বীমায় প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ কমেছিল। সে বছর কোম্পানিটির নতুন একক বীমা পলিসির প্রিমিয়াম সংগ্রহ ৭২ শতাংশে নেমে এসেছিল। তার আগের বছরেও এলআইসি’র অবস্থা খুব একটা ভালো ছিল না। ২০১৪ সালের ডিসেম্বরে কোম্পানিটির নতুন একক পলিসি প্রিমিয়াম সংগ্রহ ৬২ শতাংশে নেমে এসেছিল।
প্রতিবেদন অনুসারে, একক বীমা পলিসির ঘাটতির কারণে গত বছর ভারতের শেয়ার বাজারের অগ্রগতির সময়ও এলআইসি’র মার্কেট শেয়ার ক্রমহ্রাসমান ছিল। তাছাড়া প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ে অব্যাহত পতনের জন্য আয়কর আইনের বিধান প্রবর্তনকে দোষারোপ করা হয়েছে। ওই বিধিতে উৎসে কর কর্তনের কথা বলা হয়েছে, যা বীমা আইনে অব্যাহতিপ্রাপ্ত করা হয়নি।
এলআইসি চেয়ারম্যান এস কে রায় গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে প্রতিযোগীদের তুলনায় এই কোম্পানির অগ্রগতি দ্রুততর হয়েছে। তবে জানুয়ারিতে অগ্রগতির হার দুই অংকের কাছাকাছি পৌছাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভারতের এই শীর্ষ লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান।