বেসরকারি বীমা খাতের শীর্ষ সংস্থা বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর মহাসচিব পদে যোগদান করেছেন নিশীথ কুমার সরকার। বিআইএ’তে যোগদানের পূর্বে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে এই পদে কর্মরত ছিলেন মোল্লা নুরুল ইসলাম। তিনি গত বছরের জুন মাসে অব্যাহতি নিলে দীর্ঘ সাত মাস পর নিশীর্থ কুমার সরকার তার স্থলাভিষিক্ত হন। গত পহেলা ফেব্রুয়ারি তিনি কাজে যোগদান করেছেন।
নিশীথ সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতোকত্তর ডিগ্রি অর্জনকরে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। পরে তিনি বিসিএস’র মাধ্যমে ১৯৮৩ সালে ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
পরবর্তীতে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)