ক) আগ্রহী ব্যক্তিকে জীবন বীমা প্রতিনিধি লাইসেন্স এর জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। একই সাথে আর একটি ফরমও (Form- 18 & 18E) পূরণ করে দাখিল করতে হবে। এই এর মাধ্যমে বীমা নিয়ন্ত্রক থেকে এক বছরের জন্য বীমা প্রতিনিধির লাইসেন্স ইস্যূ হয়ে থাকে।
খ) আবেদনকারীকে জীবন বীমা প্রতিনিধি লাইসেন্স ফি বাবদ ২০০.০০ (দুইশত) টাকা পরিশোধ করতে হবে।
গ) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সার্টিফিকেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
ঘ) আবেদনকারীর ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি দাখিল করতে হবে। প্রতিনিধি লাইসেন্স নবায়ন: একজন বীমা প্রতিনিধি লাইসেন্সধারী নিম্নোক্ত শর্তাবলী পূরণ পূর্বক আইডিআরএ চেয়ারম্যানের কাছে তার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারেন।
ক) আবেদনকারীকে জীবন বীমা প্রতিনিধি লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। একই সাথে আরও একটি ফরমও পূরণ করে দাখিল করতে হবে। আবেদনপত্রটি বিবেচিত হলে এর মাধ্যমে আইডিআরএ থেকে ২ বছরের জন্য লাইসেন্সটি নবায়িত হয়ে থাকে।
খ) আবেদনকারীকে জীবন বীমা প্রতিনিধি লাইসেন্স নবায়ন ফি বাবদ ২৩৫.০০ (দুইশত পয়ত্রিশ) টাকা পরিশোধ করতে হবে ।
গ) লাইসেন্স এর মেয়াদকালে সংশ্লিষ্ট প্রতিনিধি নূন্যতম ১ লক্ষ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছেন এই মর্মে সংশ্লিষ্ট বীমাকারী প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
ঘ) লাইসেন্সটির মেয়াদ উত্তীর্ণের কমপক্ষে একমাস পূর্বে সেটি নবায়নের আবেদনপত্র আইডিআরে পৌঁছাতে হবে
ঙ) মেয়াদ উত্তীর্ণের একমাস পূর্বের পরিবর্তে মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী যে কোন সময়ে আবেদনপত্রটি আইডিআরএ পৌঁছলে সেক্ষেত্রে জরিমানা বাবদ অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে।
চ) মেয়াদ উত্তীর্ণের পরে আবেদনপত্রটি আইডিআরএতে পৌঁছুলে চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে আবেদনপত্রটি বিবেচনা না করলে সংশ্লিষ্ট বীমা প্রতিনিধি সমূহ আর্থিক সংকটের মুখোমুখি হবেন সেক্ষেত্রে বিলম্বের জন্য জরিমানা বাবদ অতিরিক্ত ফি হিসেবে টাকা পরিশোধ করতে হবে।
প্রতিনিধি নিয়োগকারী (এমপ্লয়ার অব এজেন্টস) সার্টিফিকেটঃ
জীবনবীমা ইস্যুকারী কোন প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি নিয়োগকারী বা এমপ্লয়ার অব এজেন্টস হিসেবে নিয়োগ লাভে আগ্রহী যে কোন ব্যক্তি আইডিআরএর কাছে প্রয়োজনীয় সার্টিফিকেট লাভের জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন:
ক) আবেদনকারীকে এমপ্লয়ার অব এজেন্টের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। একই সাথে আরো একটি ফরমও পূরণ করে দাখিল করতে হবে। এর মাধ্যমে আইডিআরএ থেকে এক বছরের জন্য জীবন বীমা প্রতিনিধি নিয়োগকারী সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে।
খ) আবেদনকারীকে সাধারণ বীমা প্রতিনিধি নিয়োগকারী সার্টিফিকেট ফি বাবদ ৫০০.০০ (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।
গ) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সার্টিফিকেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে ।
ঘ) আবেদনকারীর দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
প্রতিনিধি নিয়োগকারী সার্টিফিকেট নবায়ন:
<p>একজন প্রতিনিধি নিয়োগকারী সনদপত্রধারী নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে আইডিআরএর নিকটে তার সার্টিফিকেট নবায়নের জন্য আবেদন করতে পারেন:</p>
ক) আবেদনকারীকে জীবন বীমা প্রতিনিধি নিয়োগকারী সার্টিফিকেট নবায়নের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। একই সাথে আরো একটি ফরম পূরণ করে দাখিল করতে হবে। আবেদনপত্রটি বিবেচিত হলে এর মাধ্যমে আইডিআরএ থেকে এক বছরের জন্য সার্টিফিকেট টি নবায়িত হয়ে যাবে।
খ) আবেদনকারী জীবন-বীমা প্রতিনিধি নিয়োগকারী নবায়ন ফি বাবদ ৫০০.০০ (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।
গ) সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণের পূর্বে নবায়নের আবেদনপত্রটি বীমা অধিদপ্তরে পৌঁছাতে হবে।
ঘ) মেয়াদ উত্তীর্ণের পরে কিন্তু ১২ মাসের মধ্যে আবেদনপত্রটি আইডিআরএতে পৌঁছলে সেক্ষেত্রে জরিমানা বাবদ অতিরিক্ত ফি হিসাবে ২০০.০০ (দুইশত) টাকা পরিশোধ করতে হবে।