ডেস্ক রিপোর্ট:
স্বাস্থ্যসেবার নামে ভুয়া বিল তৈরি করে ৩৭৫ মিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন নার্সকে ১০ বছরের দণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। একইসঙ্গে ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও গুণতে হবে ওই নার্সকে। মার্কিন অ্যাটর্নির কার্যালয় চলতি বছরের ২০ জানুয়ারি এ ঘোষণা দিয়েছে। এর আগে ২০১৫ সালের ২২ মে ওই নার্সকে আটক করে দেশটির পুলিশ।
প্যাট্রিসিয়া আকামনোনু নামে ওই নার্স টেক্সাস অঙ্গরাজ্যের বৃহৎ শহর ডালাসের গার্হস্থ্য স্বাস্থ্যসেবা সংস্থা “আল্টিমেট কেয়ার হোম হেল্থ সার্ভিস” এ সেবা দিতেন। তবে সিডার হিলের বাসিন্দা প্যাট্রিসিয়া ও তার স্বামী সাইপ্রিয়ান আকামনোনু উভয়েই ওই সংস্থার সহ-মালিক। বীমা প্রতারণার একই ঘটনায় দোষি প্রমাণিত হওয়া গত বছরের এপ্রিলে সাইপ্রিয়ানকেও ১০ বছরের দণ্ড দিয়েছেন ফেডারেল বিচারক।
মার্কিন অ্যাটর্নির কার্যালয়ের মতে, প্যাট্রিসিয়া আকামনোনু তার আল্টিমেট কেয়ার হোম হেল্থ সার্ভিসের জন্য একদল স্বাস্থ্যকর্মী রাখতো যাদের কাজ ছিল ‘স্বাস্থ্যসেবা দাবি’ উপস্থাপন করা। বাস্তবে যেটির প্রয়োজন ছিল না বা কখনো করাও হয়নি।
কর্তৃপক্ষ বলছে, তিনি অন্য হোতাদের সাথে অন্তত একটি মিটিংয়ে যোগ দিয়েছিলেন যেখানে তারা এমন কিছু হোম হেলথ কেয়ারের সার্ভিসের জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের নিয়োগ দেয়ার লাভজনক দিক নিয়ে আলোচনা করেছিলেন যেসব সার্ভিসের জন্য তারা উপযুক্ত নন বা যেগুলোর প্রয়োজন ছিলনা।
মার্কিন অ্যাটোর্নির কার্যালয় জানিয়েছে, এই ষড়যন্ত্রের ঘটনায় আল্টিমেট কেয়ার এবং ড. রায় নিয়ন্ত্রিত মেডিসটেট গ্রুপ অ্যাসোসিয়েশনের মধ্যে অফিসের প্রশাসনিক কার্যক্রমের দলিলপত্র যেমন ফর্ম, রেকর্ড, চিঠি ইত্যাদির বিনিময় হয়েছে।
প্যাট্রিসিয়া ও সাইপ্রিয়ান জানিয়েছে, ড. জ্যাক তাদের বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর দিতেন এবং রোগিদেরকে আল্টিমেট কেয়ারে সেবা নিতে বলতেন। তাছাড়া প্যাট্রিসিয়া আকামনোনুও বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করতেন যেগুলো রোগিদের জন্য গার্হস্থ্য স্বাস্থ্যসেবা প্রত্যয়ন করতে ব্যবহার করা হয়েছে।
২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত এই পাঁচ বছরে ড. জ্যাক রায় বা অন্যান্য মেডিসটেট ডাক্তার তার নির্দেশনা অনুযায়ী আল্টিমেট কেয়ারের সুবিধাভোগি ৭৮ শতাংশ রোগির পক্ষে লিখিত সাক্ষ্য প্রদান করেছেন। এসময় আল্টিমেট কেয়ার রোগিদের চিকিৎসার জন্য ৪৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি স্বাস্থ্যসেবা বিল প্রস্তুত করেছে।
স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্রের ঘটনায় প্যাট্রিসিয়া আকামনোনু ও তার স্বামী সাইপ্রিয়ান আকামনোনু এবং মেডিসটেট কার্যালয়ের ব্যবস্থাপক টেরি সিভিলস দোষি সাব্যস্ত হন। ড. জ্যাক রায় এবং অন্য তিন সহ-ষড়যন্ত্রকারি মার্চে বিচারের কাঠগড়ায় যান। বর্তমানে সাইপ্রিয়ান আকামনোনু সাজা ভোগ করছেন। তাকেও ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।