ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি সামদানি, সম্পাদক আনোয়ার

IRF-1নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের সংবাদকর্মীদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) আগামী দুই বছরের জন্য (২০১৬-১৭) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সকালের খবরের গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক নিউ নেশনের গাযী আনোয়ারুল হক। বৃহস্পতিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়। কমিটির সহ-সভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম মাসুদ (মানবজমিন), অর্থ-সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম (মানবকণ্ঠ), দফতর সম্পাদক আজিজুল হক পার্থ (ইনকিলাব)। কার্যনির্বাহী সদস্যরা হলেন, জসিম উদ্দিন হারুন (ফিন্যানন্সিয়াল এক্সপ্রেস), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), সেলিম মালিক (আরটিভি), রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), শেখ শাফায়াত হোসেন (কালের কণ্ঠ), আলী রিয়াজ (বাংলাদেশ প্রতিদিন), মৌসুমী ইসলাম (যায় যায় দিন)।