ডেস্ক রিপোর্ট:
বেকারত্ব ঠেকাতে এবার মজুরি বীমা চালু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চাকরি হারানো এবং শেষ পর্যন্ত যারা নিম্ন বেতনে চাকরি করছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে সম্পূরক মজুরি প্রদান করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নতুন এই প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, বছরে ৫০ হাজার ডলার উপার্জন করেন এমন একজন শ্রমিক চাকরি হারানোর কারণে যতটা কম পারিশ্রমিক পাবেন এই মজুরি বীমা তার অর্ধেক বহন করবে। এক্ষেত্রে এর পরিমাণ হবে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত এবং তা দু’বছর ধরে পাওয়া যাবে।
মজুরি বীমা পরিশোধের মাধ্যমে মুক্ত বাণিজ্য, বিশ্বায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের দ্বারা ক্ষতিগ্রস্তসহ চাকরিচ্যূত মধ্যবিত্ত শ্রেণীর শ্রমিকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে সাময়িকভাবে রক্ষা করা হবে। এছাড়াও দ্রুত চাকরি ফিরে পেতে শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করে গড়ে তোলা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরবর্তী বাজেট প্রস্তাবনায় রাষ্ট্রের কাছে অন্তত ২৬ সপ্তাহ বেকারত্ব বীমা সুবিধা চাওয়া হবে। পাশাপাশি প্রকল্পের পরিধি আরো বৃদ্ধি করে খণ্ডকালিন এবং অনিয়মিত শ্রমিকদেরও এই বীমা সুবিধার আওতায় আনা হবে।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ৯টি রাজ্যে ২৬ সপ্তাহের কম এবং উত্তর ক্যারোলিনায় ১৩ সপ্তাহ পর্যন্ত এই বীমা ঝুঁকি গ্রহণ করা হয়। তবে প্রেসিডেন্ট ওবামার বীমা প্রকল্প চাকরিচ্যূতদের সয়ংক্রিয়ভাবে ৫২ সপ্তাহ পর্যন্ত সুবিধা দেবে। এছাড়া অর্থনৈতিকক মন্দার সময়ও এই বীমা সুবিধা সয়ংক্রিয়ভাবে সম্প্রসারিত হবে।
হোয়াইট হাউজের দেয়া মতে, ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৪ মিলিয়ন শ্রমিককে বেকারত্ব বীমা সুবিধা দেয়া হয়েছে। আর ২০১২ সালে ২.৫ মিলিয়ন নাগরিককে দারিদ্রতা থেকে বের করে আনতে আর্থিক সুবিধা দেয়া হয়েছে।
হোয়াইট হাউজ বলছে, বারাক ওবামার এই প্রস্তাবের সম্পূর্ণ অর্থায়ন বাজেটের মাধ্যমে প্রদান করা হবে। কিন্তু এটা বলা হয়নি যে, এই প্রকল্পে কি পরিমাণ অর্থ খরচ হবে। তবে এই খরচ বহনের জন্য সম্ভাব্য একটি উপায় হলো শ্রমিকদের বেকারত্ব বীমা কর কিছুটা বৃদ্ধি করা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আমরা চাকরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি আরো বৃদ্ধি করবো। পাশাপাশি “ক্যারিয়ার নেভিগেটরস” তৈরি করবো যা শ্রমিকদের নতুন চাকরি খুঁজে পেতে সহযোগিতা করবে।
দেশটির ব্যবস্থাপনা ও বাজেট অফিসের পরিচালক শন ডোনোভান চলতি মাসে এক টুইটার বার্তায় জানিয়েছেন, আগামী ৯ ফেব্রুয়ারি বারাক ওবামার ২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করবে হোয়াইট হাউজ।