ক্ষুদ্রবীমা পণ্য প্রত্যাহারের সময় বাড়ালো ভারত

ডেস্ক রিপোর্ট: প্রচলিত বীমা বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ ক্ষুদ্রবীমা পণ্যগুলো প্রত্যাহার করে নেয়ার জন্য বেধে দেয়া সময় বাড়িয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইনডিয়া (আইআরডিএআই) । বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জরি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন এ নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এসব পণ্যের প্রস্তাব অব্যাহত রাখা যাবে। এর আগে এক নির্দেশনায় বলায় হয়, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইনডিয়া (মাইক্রোইন্স্যুরেন্স) রেগুলেশন, ২০১৫ অনুসারে আগামী ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বীমা বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন সব প্রচলিত ক্ষুদ্রবীমা পণ্য প্রত্যাহার করতে হবে। বীমা কোম্পানিগুলোর প্রধানদের কাছে পাঠানো নতুন ওই আদেশে বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে এখন পর্যন্ত বীমা কোম্পানিগুলোর দ্বারা মাত্র কয়েকটি পণ্য নথিভুক্ত হয়েছে বলে পরিলক্ষিত হয়েছে। ওই নির্দেশনায় আরো বলা হয়, ক্ষুদ্রবীমা পণ্য পর্যাপ্তরূপে প্রাপ্তি নিশ্চিত করতে নিম্ন আয়ের মানুষদের স্বার্থে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৫ সালের প্রবিধানের একটি ধারায় নমনীয় প্রিমিয়াম পরিশোধের বিকল্পের কথা বলা হয়েছে।