ভিয়েতনামের অর্থনীতিতে বীমা খাতের বিনিয়োগ বেড়েছে ১৮ শতাংশ

Ho Chi Minh City Hall, Vietnamডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের জাতীয় অর্থনীতিতে এবছর ১৫২.৫ ট্রিলিয়ন ডং বা ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে দেশটির বীমা কোম্পানিগুলো। বীমা খাত থেকে দেশের অর্থনীতিতে বিনিয়োগের এই পরিমাণ বিগত বছরগুলোর চেয়ে সবচেয়ে বেশি। আর ২০১৪ সালের তুলনায় এবারের বিনিয়োগের পরিমাণ ১৮ শতাংশ বেশি। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব ভিয়েতনাম (আইএভি) এসব তথ্য প্রকাশ করেছে। আইএভি আরো জানিয়েছে, বীমা খাতের এসব বিনিয়োগের বেশির ভাগই করা হয়েছে দীর্ঘ মেয়াদী সরকারি বন্ড ক্রয়ের মাধ্যমে। অর্থাৎ জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিগুলো ২০ বছর মেয়াদী সরকারি বন্ডেই ৬ ট্রিলিয়ন ডং বা ২৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে বলে জানান আইএভি’র চেয়ারম্যান ফান কিম ব্যাং। তবে এই বিনিয়োগের মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে দেশটির জীবন বীমা কোম্পানিগুলোর। ২০১৫ সালে ভিয়েতনামের অর্থনীতিতে জীবন বীমা খাতের বিনিয়োগে পরিমাণ ১১৬.১ ট্রিলিয়ন ডং বা ৫.১ বিলিয়ন মার্কিন ডলার। আর সাধারণ বীমা কোম্পানিগুলো বিনিয়োগ করেছে ৩৬.৪ ট্রিলিয়ন ডং বা ১.৬ বিলিয়ন মার্কিন ডলার। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব ভিয়েতনাম বলছে, অর্থনৈতিক অগ্রগতি এবং জীবন ও সম্পদের সুরক্ষায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বীমা খাত। দেশটির জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় খাত-ই গত পাঁচ বছরের মধ্যে এবার সর্বোচ্চ সফলতা অর্জন করেছে। চলতি বছর দেশটির বীমা খাতের অগ্রগতি হয়েছে ২২ শতাংশ। আর আয় হয়েছে ৬৮.৩ ট্রিলিয়ন ডং বা ৩.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তবে উভয় খাতের মধ্যে এবার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে জীবন বীমা খাত। আর এই খাতের প্রবৃদ্ধি গত দশ বছরের মধ্যেও সর্বোচ্চ। ২০১৫ সালে জীবন বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় ২৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬.৬ ট্রিলিয়নে পৌঁছেছে। আর সাধারণ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম পৌঁছেছে ৩১.১ ট্রিলিয়ন বা ১.৪ বিলিয়ন মার্কিন ডলারে। চলতি বছর এই খাতের অগ্রগতি হয়েছে ১৪ শতাংশ। আইএভি’র চেয়ারম্যান চেয়ারম্যান ফান কিম ব্যাং এর উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ভিয়েতনাম নেট জানায়, ভিয়েতনামের বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা নিয়মিতভাবে বাড়ছে। দেশটির বীমা কোম্পানিগুলোর মোট সম্পদ গত বছরের চেয়ে ২১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১ ট্রিলিয়ন ডং বা ৮.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।