
ইন্সটিটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ক্লাবের সদস্যদের ভোটে নির্বাচিত এ কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এম এ করিম।
একইসঙ্গে বার্ষিক সভার পর্বে ইজিএমের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ ক্লাব এর নাম পরিবর্তন করে “ইন্সটিটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ” নাম স্থির করা হয়।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর্নফুলী ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল্লাহ এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন।
২০১৬-১৭ সালের জন্য নির্বাচিত ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন মাহমুদুন নবী, মাহফুযুল বারী চৌধুরী, এ কিউ এম ওয়াজেদ আলী, মো. সামছুল হুদা, এম, হারুনুর রশিদ, বিশ্বজিত কুমার মন্ডল, মো. আনিসুজ্জামান,
মীর নাজিম উদ্দিন আহমেদ, মো. আজিজুল ইসলাম, ফেরদৌস আরা চৌধুরী, মো. মুজিবর রহমান, প্রকৌশলী মমতাজ খান, সৈয়দ শাহরিয়ার আহসান, মো. ইজহার হোসেন, মো. এ কে মমতাজ খান, এম এ লতিফ মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল খালেক মিয়া।
নব নির্বাচিত কার্যকরী পরিষদের নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান নির্বাচনী কর্মকর্তা সামসুদ্দিন আহমেদ, নির্বাচনী কর্মকর্তা মো. আলিউজ্জামান খান এবং সৈয়দ জহিরুল হক।
উল্লেখ্য, দেশের বীমা কোম্পানিগুলোতে চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ‘ইন্সটিটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ’ একটি অরাজনৈতিক পেশাজীবী সামাজিক সংগঠন। (সংবাদ বিজ্ঞপ্তি)