বাংলাদেশে বীমা ব্যবসায় আগ্রহী প্রুডেনশিয়াল, অনুমতি দিতে চায় আইডিআরএ

IDRA-prudentialনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জীবন বীমা ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেছে প্রুডেনশিয়াল করপোরেশন এশিয়া। তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছে বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) । যুক্তরাজ্যের খ্যাতনামা এই আর্থিক প্রতিষ্ঠান চলতি বছরের ১২ নভেম্বর এক চিঠিতে বাংলাদেশে বীমা ব্যবসায় তাদের আগ্রহের কথা জানায়। এরপর গত ২০ ডিসেম্বর তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে চিঠি পাঠিয়েছে আইডিআরএ। তাতে নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য বেশ কিছু শর্ত তুলে ধরা হয়েছে। তবে আইডিআরএ’র পক্ষ থেকে প্রতিনিধিদল পাঠাতে প্রুডেনশিয়ালের প্রস্তাবে আপাতত: সাড়া দেয়া সম্ভব নয় বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রুডেনশিয়ালের বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে একটি সেমিনার আয়োজন প্রত্যাশা করা হয়েছে। চিঠিতে আইডিআরএ আরো জানায়, বাংলাদেশে কোন বিদেশি বীমা প্রতিষ্ঠান ব্যবসা করতে চাইলে বীমা আইন অনুযায়ী কোম্পানির ৬০ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করতে পারবে। তবে যৌথ উদ্যোগে কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে কমপক্ষে ২ শতাংশ স্থানীয় উদ্যোক্তাদের জন্য সংরক্ষণ রাখতে হবে।  অর্থাৎ দেশি-বিদেশি যৌথ মালিকানায় বীমা কোম্পানি প্রতিষ্ঠায় বিদেশি উদ্যোক্তারা ৫৮ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করতে পারবে।  পাশাপাশি এ বিষয়টিও জানিয়ে দেয়া হয় যে, প্রচলিত বীমা বিধি অনুসারে যৌথ উদ্যোগ ছাড়া বিদেশি বিনিয়োগের কোন সুযোগ নেই। এ বিষয়ে আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ জানিয়েছেন, সম্প্রতি প্রুডেনশিয়াল বাংলাদেশ পরিদর্শন করে ব্যবসার সম্ভাব্যতা যাচাই করে গেছে। তারা এদেশে জীবন বীমা ব্যবসার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের বীমা ব্যবসায় প্রুডেনশিয়ালের প্রবেশ সার্বিকভাবে এ খাতকে উপকৃত করবে বলেও জানিয়েছেন শেফাক আহমেদ। এদিকে আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রুডেনশিয়াল বাংলাদেশে ব্যবসা করতে চাইলে তাদের প্রতিষ্ঠিত যৌথ বীমা কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ হতে হবে ১০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ হিসেবে ৫৮ কোটি টাকা বৈদেশিক মুদ্রায় বাংলাদেশে আনতে হবে প্রুডেনশিয়ালকে।  আর উদ্যোক্তা অংশের বাকী ২ শতাংশের জন্য বাংলাদেশের যেকোন জীবন বীমা কোম্পানিকে অংশিদার হিসেবে রাখতে হবে। এছাড়া যৌথ মালিকানার কোম্পানির বাকী ৪০ শতাংশ শেয়ারের মালিক হবে সাধারণ শেয়ার হোল্ডাররা। এজন্য কোম্পানিটিকে ব্যবসার নিবন্ধন সনদ পাওয়ার ৩ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। এসব শর্ত পূরণের মাধ্যমে প্রুডেনশিয়াল বাংলাদেশে জীবন বীমা ব্যবসার সুযোগ পেলে এটি দেশি-বিদেশি যৌথ মালিকানার দ্বিতীয় কোম্পানি। এর আগে গত ২০ ডিসেম্বর ভারতের বৃহৎ জীবন বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি) বাংলাদেশে প্রথম দেশি-বিদেশি যৌথ মালিকানার প্রতিষ্ঠান হিসেবে ব্যবসার অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ১৮৪৮ সালের ৩০ মে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত প্রুডেনশিয়াল (পাবলিক লিমিটেড কোম্পানি) এর ব্যবসায়িক শাখা হলো প্রুডেনশিয়াল করপোরেশন এশিয়া। যা ১৯৯৪ সালে গঠিত হয়। বর্তমানে এশিয়া অঞ্চল জুড়ে ১৪টি মার্কেটে ব্যবসা পরিচালনা করছে প্রুডেনশিয়াল করপোরেশন এশিয়া।