নিবন্ধন সনদ পেল এলআইসি

নিজস্ব প্রতিবেদক: ভারতের বৃহত্তম জীবন বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়াকে (এলআইসি) বংলাদেশে জীবন বীমা ব্যবসা করতে নিবন্ধন সনদ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আজ রোববার আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ ‘লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠানটিকে জীবন বীমার নিবন্ধন সনদ দিয়েছেন। এর আগে গত ৬ জুন প্রতিষ্ঠানটিকে প্রাথমিক সম্মতিপত্র দেয়া হয়। আর ১৭ নভেম্বর নিবন্ধন সনদ নিতে আহবান জানায় আইডিআরএ। নতুন অনুমোদন পাওয়া লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ দেশের প্রথম দেশি-বিদেশি যৌথ মালিকার বীমা কোম্পানি। বাংলাদেশ থেকে এই বীমা কোম্পানিটিতে উদ্যোক্তা হিসেবে আছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল) ও ওয়েস্টিন গ্রুপের অ্যাসেট মেনেজমেন্টে কোম্পানি এসিএমএল। যৌথ মালিকানার এই জীবন বীমা কোম্পানির উদ্যোক্তা অংশের ৫০ শতাংশই এলআইসির। বাকি ১০ শতাংশের মধ্যে এসিএমএল ৭ শতাংশ ও এমটিবিএল ৩ শতাংশ শেয়ারের মালিক। বাকি ৪০ শতাংশ শেয়ারের মালিক হবেন সাধারণ শেয়ারহোল্ডাররা। এ জন্য বাংলাদেশের বীমা আইন অনুযায়ী ৩ বছরের মধ্যে এই জীবন বীমা কোম্পানিটিকে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। প্রতিষ্ঠানটিতে মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় নগরিক অরুপ দাস গুপ্ত। তিনি ভারতে এলআইসির একটি অংশের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনে করেছেন। এছাড়া কোম্পানির শীর্ষ ৬টি পদেই থাকবেন এলআইসির কর্মকর্তারা।