ডেস্ক রিপোর্ট:
সন্ত্রাসী হামলা বা অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা আরো জোরদার করতে আগ্নেয়াস্ত্র বীমা বাধ্যতামূলক করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া। এ জন্য অস্ত্র বিধি সংশোধনের কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই রাজ্যের স্থানীয় প্রশাসন।
প্রস্তাবিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে চলতি মাসের মাঝামাঝিতে আইনজীবী, জননিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে মতামত জানতে চায় লস-এঞ্জেলেস কাউন্টির প্রশাসন। পাশাপাশি বিকল্প কোন প্রস্তাব থাকলে তাও তাদেরকে উপস্থাপন করতে বলা হয়।
এর প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে জানানো হয়, কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণ করতে বিধি-নিষেধ ও জরিমানা বৃদ্ধিসহ অস্ত্রের মালিকের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা, অস্ত্র ও গোলাবারুদের ওপর সম্ভাব্য স্থানীয় কর আরোপ এবং বীমা বাধ্যতামূলক করা প্রয়োজন।
নতুন এই বীমা পলিসির ব্যাপারে কাউন্টির সুপারভাইজার মার্ক রিডলে-টমাস লস-এঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, “এটা মালিকের ওপর দায়িত্বের বোঝা আরো বাড়াবে।” তিনি আরো বলেন, যদি কারো একটি গাড়ি থাকে তবে অবশ্যই তার বীমা থাকতে হবে।
গত ২ ডিসেম্বর সান বার্নারদিনোতে সিটির কমিউনিটি সার্ভিস অফিসে ছুটির দিনের একটি পার্টিতে একজন বন্দুকধারী অতর্কিত গুলিতে ১৪ জন নিহত এবং ২১ জন আহত হয়। শহরটি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার রাজধানী লস এঞ্জেলেস থেকে ৬০ মাইল দূরে।
স্যান বার্নারদিনো পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জ্যারোড বার্গান জানান, বন্দুকধারী গুলি করতে ভারি অস্ত্র ব্যবহার করেছিল। এ ঘটনার পরই অস্ত্রের জন্য বীমা বাধ্যতামূলক করতে জোর দাবি উঠে আসে। তার প্রেক্ষিতেই ক্যালিফোর্নিয়ায় অস্ত্রের জন্য বীমা বাধ্যতামূলক করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
তবে আগ্নেয়াস্ত্র বীমা চালুর ক্ষেত্রে লস এঞ্জেলেস প্রস্তাবনাই প্রথমবার নয়। এর আগেই আগ্নেয়াস্ত্র বীমা চালু করা হয়েছে। তবে এ দফায় সেটাকে সংশোধন করে আরো শক্তিশালী করা হচ্ছে। এর মধ্য দিয়ে অস্ত্রের মালিকের ওপর আরো দায়ভার চাপানো হচ্ছে।
চলতি বছরের মে’তে ডেমোক্রেটিক পার্টির সদস্য ও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি ক্যারোলিন ম্যালোনি আগ্নেয়াস্ত্র ঝুঁকি সুরক্ষা আইন প্রবর্তন করেন। ওই বিধি অনুসারে অস্ত্র কেনার অনুমতি পেতে হলে মালিকের অবশ্যই দায় বীমা কাভারেজ থাকতে হবে অথবা ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখী হতে হবে।
প্রস্তাবিত এই আগ্নেয়াস্ত্র বীমার পলিসি গাড়ি বীমার পলিসির মতোই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে বীমা গ্রাহকের অস্ত্র যদি কাউকে হত্যা বা আহত করতে ব্যবহৃত হয় তখন ওই অস্ত্র বীমার টাকা দিয়ে ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এই বিধিতে কংগ্রেস প্রতিনিধি ক্যারোলিনের আগ্নেয়াস্ত্র ঝুঁকি সুরক্ষা আইনের অনুসরণ করা হবে।
অস্ত্র বীমার পলিসি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার প্রস্তাব করেছিলেন লস-এঞ্জেলস কাউন্টির সুপারভাইজার মার্ক রিডলে থমাস। তিনি উল্লেখ করেছেন যে, দুর্ঘটনাক্রমে গুলিবর্ষণ এবং অস্ত্র অপরাধ সবই সরকারি সংস্থাগুলোর জন্য ব্যয়বহুল। তবে নতুন এই বীমা পলিসি সে খরচ কমাতে সহযোগিতা করবে।
বিশ্লেষকরা মনে করছেন, অস্ত্র বীমার নতুন এই প্রস্তাব নাগরিকদের অস্ত্র সংগ্রহে রাখা ও তথাকথিত ‘স্মার্ট বন্দুক’ কেনার কারণে যে দুর্ঘটনা ঘটছে তা কমিয়ে আনতে পারে এবং এর ফলে কেবল প্রকৃত মালিকের দ্বারাই গুলিবর্ষণের ঘটনা ঘটবে।
মার্কিন শ্রম দপ্তরের হিসাব মতে, শুধুমাত্র ২০১৪ সালেই ৪ হাজার ৬শ’রও বেশি মানুষ তাদের কর্মস্থলে দুর্ঘটনাবশত হত্যার শিকার হয়েছেন। আর এএফএল-সিআইও এর হিসাব মতে, কর্মস্থলে সহিংসতার কারণে প্রায় ৭শ’ ৭৩ জন নিহত হয়েছেন এবং ৩.৮ মিলিয়ন বা ৩৮ লাখ মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন।