মেঘনা লাইফের লেনদেন এখন ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ে

Meghna-Dutchমেঘনা লাইফের গ্রাহক ও বীমাকর্মীরা এখন থেকে ডাচ-বাংলা মোবাইল একাউন্ট ব্যবহার করে লেনদেন সংক্রান্ত বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মেঘনা লাইফের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে সম্পন্ন হওয়া ওই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডাচ-বাংলা ব্যাংকের ইভিপি আবুল কাশেম খান এবং মেঘনা লাইফের সিএফও মো. তারেক এফসিএ। এসময় ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান, হেড অফ করপোরেট সেলস, এফএভিপি মেজবাহুল আলম এবং রিলেশনসিপ ম্যানেজার শম্ভু শেখর মল্লিক। মেঘনা লাইফের পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি (প্রশাসন) ডি এস তাইফুল ইসলাম, এসইডি (মার্কেটিং) আবু বকর সিদ্দিক সোহেল, জেইডি (আইটি) সাইফুদ্দিন আহমেদ অপু এবং জেইডি (অডিট) মো. শিব্বির হোসাইন এফসিএ। (সংবাদ বিজ্ঞপ্তি)