বেসরকারি বীমা কোম্পানীগুলোর প্রিমিয়াম আয় বেড়েছে

সারাদেশে পরিচালিত বেসরকারি জীবন বীমা কোম্পানীগুলোর প্রিমিয়াম আয় বেড়েছে। ২০১৪ সালে আয় হয়েছে ৬৬ হাজার ৮শ’ ৭৯ মিলিয়ন টাকা। যেখানে ২০১৩ সালে এর পরিমাণ ছিল ৬২ হাজার ৪শ’ ২৯ মিলিয়ন টাকা। সে হিসাবে ২০১৪ সালে কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় বেড়েছে ৭.১৩ শতাংশ। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সংগঠনটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়, বেসরকারী জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০১৪ সালে বৃদ্ধি পেয়ে ২ লাখ ৫১ হাজার ৪শ’ ৯৪ মিলিয়নে দাঁড়ায়। যা ২০১৩ সালে ছিল ২ লাখ ২৯ হাজার ২শ’ ২৭ মিলিয়ন। বেসরকারী জীবন বীমা খাতে ২০১৩ সালের ১ লাখ ৯৩ হাজার ৫শ’ ২৩ মিলিয়ন টাকার বিনিয়োগ ২০১৪ সালে বেড়ে দাঁড়ায় ২ লাখ ২১ হাজার ৬১ মিলিয়নে।  আর এই খাতের কোম্পানীগুলোর মোট সম্পদের পরিমাণ  ২০১৩ সালে ছিল ২ লাখ ৫৯ হাজার ৮শ’ ২৭ মিলিয়ন। যা ২০১৪ সালে এসে ২ লাখ ৯৭ হাজার ৬শ’ ২০ মিলিয়নে উন্নিত হয়। এছাড়াও সাধারণ বীমা খাতে বেসরকারি বীমা কোম্পানীগুলির মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১৩ সালে ছিল ২১ হাজার ৩৮ মিলিয়ন টাকা। যা বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে দাঁড়ায় ২২ হাজার ৬শ’ ৭০ মিলিয়ন টাকা।  এই আয় বৃদ্ধির পরিমান শতকরা ৭.৭৬ শতাংশ। বেসরকারি সাধারণ বীমা কোম্পানীর ২০১৩ সালে সম্পদের পরিমাণ ৫৪ হাজার ৮শ’ ৭৫ মিলিয়ন থেকে ২০১৪ সালে ৫৯ হাজার ১শ’ ১৩ মিলিয়নে দাঁড়ায়। বেসরকারী সাধারণ বীমা খাতে ২০১৩ সালের বিনিয়োগ ২৯ হাজার ১শ’ ১৯ মিলিয়ন থেকে ২০১৪ সালে ২৯ হাজার ৮শ’ ২২ মিলিয়ন হয়েছে। বীমা কোম্পানীগুলোর চেয়ারম্যান, মূখ্য নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, মোজ্জাফফর হোসেন পল্টু, চেয়ারম্যান, ইউনিয়ন ইন্স্যুরেন্স, নিজাম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, মেঘনা লাইফ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স, আব্দুল মোকতাদির, চেয়ারম্যান, গ্লোবাল ইন্স্যুরেন্স, নাসির এ চৌধুরী, উপদেষ্টা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোং লিঃ, মোঃ ফজলুল হক খান, মূখ্য নির্বাহী কর্মকর্তা, জনতা ইন্স্যুরেন্স, একিউএম ওয়াজেদ আলী, মূখ্য নির্বাহী কর্মকর্তা, ঢাকা ইন্স্যুরেন্স, কেএএম ফেরদৌস, মূখ্য নির্বাহী কর্মকর্তা, তাকাফুল ইন্স্যুরেন্স, বিশ্বজিৎ কুমার মণ্ডল, মূখ্য নির্বাহী কর্মকর্তা, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, আমজাদ হোসেন খান চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ লাইফ ইন্স্যুরেন্স এবং মো. হেমায়েত উল্লাহ, মূখ্য নির্বাহী কর্মকর্তা, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স।