২০১৬: ইন্দোনেশিয়ার বীমা শিল্পের সবুজ সঙ্কেত

আগামী ২০১৬ সাল ইন্দোনেশিয়ার বীমা শিল্পের জন্য সবুজ সঙ্কেত। এমনটাই আভাস দিয়েছে দেশটির ফিনান্সিয়াল সার্ভিস অথোরিটি (ওজেকে) । সংস্থাটি বলছে, ইন্দোনেশিয়ার অর্থনীতি আগামী বছরে আরো বিস্তৃতি লাভ করবে। আর এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করবে দেশের বীমা শিল্প। ওজেকে’র ঊর্ধ্বতন কর্মকর্তা ফিরদাউস দায়লানি বলেছেন, সম্প্রতি সরকার কর্তৃক ধারাবাহিকভাবে ‘অর্থনৈতিক নীতি প্যাকেজ’ চালুর কারণে ২০১৬ সালে ইন্দোনেশিয়া অর্থনীতি প্রসারিত হবে। দেশে লো পেনেট্রেশন বা বীমা সুবিধা ভোগীদের সংখ্যা কম হওয়াকে বীমা বাজার প্রসারিত করার জন্য সুযোগ বলে উল্লেখ করেছেন ফিরদাউস। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় পেনেট্রেশনের হার ছিল দেশের জনসংখ্যার মাত্র ২.৫১ শতাংশ। তবে আরো ভালো খবর হলো দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একটি বড় অংশের বীমা সুরক্ষার জন্য সুস্পষ্ট আগ্রহ দেখা গেছে। ফিরদাউস দায়লানি আরো বলেছেন, ইন্দোনেশিয়ায় মধ্যবিত্তের শক্তিশালী বৃদ্ধি শুধুমাত্র ব্যাংকিং সেবা এবং বিশেষ করে বীমা পণ্য যথেষ্ট নয় বরং এর বেশি প্রয়োজন। বীমা পণ্য এই মধ্যবিত্তদের ক্রমবর্ধমান সম্পদ রক্ষা করতে সাহায্য করবে। এদিকে রেটিং সংস্থা ফিচ এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় বীমা পণ্যের পেনেট্রেশনের হার কম হওয়া, ঝুঁকি সচেতনতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা ও সমৃদ্ধি দেশটির লাইফ ও নন-লাইফ বীমা খাতের প্রত্যাশিত অগ্রগতিতে সহযোগিতা করবে। ২০১৫ সালের প্রথম তৃতীয় প্রান্তিকের প্রতিটিতে প্রকৃত জিডিপি’র অগ্রগতি কমে ৪.৭ শতাংশ হওয়া সত্বেও ফিচ রেটিং এর বিশেষজ্ঞরা বলছেন, ২০১৬ সালে প্রকৃত জিডিপি’র অগ্রগতি ৫.৩ শতাংশ পর্যন্ত হবে এবং ২০১৭ সালে তা হবে ৫.৫ শতাংশ।