ক্ষুদ্রবীমা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অংশ : ড. কাজী খলীকুজ্জমান
নিজস্ব প্রতিবেদক
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, ক্ষুদ্রবীমা একটি সার্বিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অংশ। এ খাতকে প্রসারিত করার জন্য সামনের চ্যালেঞ্জসমূহ সুচিহ্নিত করে অগ্রসর হতে হবে। যাতে এ খাতটি দ্রুত বিকশিত হতে পারে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও পিকেএসএফ অডিটরিয়ামে ক্ষুদ্র-বীমার উপর আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম। সম্মানিত অতিথি ছিলেন সিজিএপির সভাপতি এবং জাপান ইন্টান্যাশনাল করপোরেশন এজেন্সির ঊর্ধ্বতন উপদেষ্টা মি. কাজুটু তাসুজি। বিশেষ অতিথি ছিলেন, জেআইসিএ বাংলাদেশ এর সিনিয়র রিপ্রেজেন্টিভ হিরোইউকি তোমিটা, আইজিইএস জাপান এর প্রতিনিধি মি. হেনরি এসহিভেন্স, ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্স, ঢাকার নির্বাহী পরিচালক অধ্যাপক বাকী খলিলি, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমসহ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম বলেন, বীমা-খাত উন্নয়নে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেয়া যেতে পারে এবং এর সাথে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা, বীমা স্বার্থ-সংশ্লিষ্ট জনগোষ্ঠীদের মধ্যে নিয়মিত মতবিনিময় করে সমন্বিতভাবে কাজ করা যায়।
কাজুটু তাসুজি বলেন, ক্ষুদ্রবীমার কার্যকারিতার জন্য বীমা গ্রহীতাদের সন্তুষ্টি মূল্যায়ন করা জরুরী।
অধ্যাপক বাকী খলিলি বলেন, সনাতন বীমা কোম্পানিগুলো ভাল ভূমিকা পালন করে আসছে। এ ক্ষেত্রে ক্ষুদ্রঋণ খাতে পুনঃবীমার জন্য সনাতন পদ্ধতির বাহিরে সৃষ্টিশীল সামাধানের দিকে সবাইকে এগিয়ে আসতে হবে।