হরতাল প্রত্যাহারের আহবান বিআইএ’র

জামায়াতে ইসলামীর ডাকা সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। সংগঠনটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ প্রাইভেট ইউনির্ভাসিটি এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন রোববার এক বিবৃতিতে এ আহবান জানান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়ে ‘হত্যা’র প্রতিবাদে দেশব্যাপী এ হরতাল আহবান করেছে দলটি। একই সঙ্গে আজ রোববার গায়েবানা জানাজা ও দোয়ার কর্মসূচি পালন করছে জামায়াত। শনিবার রাত দেড়টার দিকে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেন। বিবৃতিতে বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির বলেন, ২০১৩ সালের দীর্ঘ দিন হরতালের কারণে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল এখনো তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। দেশের ব্যবসায়ী মহল যে মুর্হুতে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই মুহুর্তেই আইন অবমাননা করে মাননীয় কোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালের কোন ভিত্তি নেই। কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল ডেকে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার যে চেষ্টা চলছে তার ফলে দেশের ব্যবসায়ী মহলে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অন্যান্য ব্যবসার পাশাপাশি বীমা ব্যবসাও অত্যন্ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। কেননা হরতাল হলে দেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বীমার আওতাধীন যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই সব ক্ষয়-ক্ষতির দাবী বীমা কোম্পানীগুলোকে পরিশোধ করতে হয়। বিশেষ করে কোমলমতি পিএসসি পরীক্ষার্থী শিশুরা চরম ভোগান্তির মধ্যে পড়বে। দেশে চলমান সংকট উত্তরণে প্রতিটি রাজনৈতিক দলের উচিত যুক্তি ও আইনের মধ্যে থেকে হরতালকে পরিত্যাগ করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া।