বিধি ভেঙ্গে বাকিতে ব্যবসা: কর্ণফুলি ইন্স্যুরেন্সকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: আইন লঙ্ঘন করে দেদারছে বাকিতে বীমা ব্যবসা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরণের ডকুমেন্ট ও পলিসি পরীক্ষা করে বাকি ব্যবসার প্রমাণ পেয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে বড় অংকের জরিমানাও করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইডিআরএ’র পরিদর্শন দল গত ১৪ সেপ্টেম্বর কর্ণফুলি ইন্স্যুরেন্সের লোকাল শাখা পরিদর্শন করে। এসময় দৈবচয়নের ভিত্তিতে তাদের মানি রিসিপ্ট, ব্যাংক ডিপোজিট স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, কাভারনোট ও পলিসি পরীক্ষা করে বাকি ব্যবসার প্রমাণ পায়। যা বিমা আইন, ২০১০ এর ১৮ (৩) ধারা এবং বিমা আইন, ১৯৫৮ এর ৪৪ হতে ৫১ ধারা লঙ্ঘন। এ ঘটনার পর গত ১১ নভেম্বর কর্ণফুলি ইন্স্যুরেন্সের সঙ্গে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ একচ্যুয়ারি। তার সঙ্গে আরো ৪ সদস্য এবং কর্তৃপক্ষের পরিদর্শন দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানির পক্ষ থেকে কর্ণফুলীর এমডি মো. হাফিজ উল্লাহ, লোকাল শাখা ব্যবস্থাপক এএইচএম আনোয়ার নেওয়াজ খান, মীর শাহজাহান কবির (জিএম) এবং মো. শফিকুল ইসলাম (এসিসট্যান্ট ম্যানেজার) উপস্থিত ছিলেন। এতে বলা হয়, কোম্পানির লোকাল শাখায় ২০১৪ সালের জুন, নভেম্বর ও ডিসেম্বর প্রত্যেক মাসের বাকি ব্যবসার জন্য বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা অনুযায়ী কোম্পানিকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা, বীমা আইন ২০১০ এর ১৩৪ ধারা অনুযায়ী কোম্পানির এমডি মো. হাফিজ উল্লাহকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা এবং লোকাল শাখা ব্যবস্থাপক এএইচএম আনোয়ার নেওয়াজ খানকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠান ও ব্যক্তি মিলিয়ে ৯ লাখ টাকা। জরিমানা করা হয়েছে। এবিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজ উল্লাহ বলেন, বাকিতে ব্যবস্যার জন্য আইডিআরএ তার ক্ষমতা বলে জরিমানা করেছে এ কথা শুনেছি। তবে আমাদের হাতে এখনো কোনো নির্দেশনা বা চিঠি আসেনি।