দ্রুত উন্নতি লাভ করছে এশিয়ার বীমা শিল্প: লয়েড’স

দ্রুত উন্নতি লাভ করছে উদীয়মান এশিয়ার বীমা শিল্প। এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাচ্ছে বীমার গ্রস রিটেন প্রিমিয়াম (জিডব্লিউপি) । এমনটাই জানিয়েছেন লয়েড’স অব লন্ডন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইনগা বিয়েল।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এসআইআরসি সম্মেলনে ইনগা বিয়েল বলেন, এই অঞ্চলে ইন্স্যুরেন্স কাভারেজ খুব কম। তবে  নির্মাণ প্রকল্প এবং অন্যান্য পরিকাঠামোর ঝুঁকির বিপরীতে বীমা চাহিদা বেড়েছে। এরপরও সাইবার, এভিয়েশন ও সন্ত্রাসবাদের ঝুঁকি এ অঞলে বীমার চাহিদা আরো বৃদ্ধি করবে বলে তিনি মন্তব্য করেন।

গত ৩ বছরে বিশ্বের বাণিজ্যিক বীমার যে অগ্রগতি হয়েছে তার প্রায় ৫০ শতাংশই এশিয় বাজারের বলে বিবেচনা করা হয়। আর এই বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করতে চায় লয়েড’স। এর মধ্যে গত বছরে মাত্র দশমিক ৫ শতাংশ দখল করতে পেরেছে লয়েড’স ।

উল্লেখ্য, লয়েড’স অব লন্ডন হচ্ছে একটি ইন্স্যুরেন্স মার্কেট। সহজভাবে যেটা লয়েড’স নামে পরিচিত। লন্ডনের প্রধান অর্থনৈতিক জেলায় এই মার্কেটের অবস্থান। ১৬৮৮ সালে এডওয়ার্ড লয়েড ও জন জুলিয়াস এনজার্সটিন এই মার্কেট প্রতিষ্ঠা করেন।