ভুয়া ঘটনা বা ঘটনার ভুয়া তথ্য দিয়ে বীমা দাবির খবর প্রায়ই শোনা যায়। অনুসন্ধানের পর এসব ঘটনায় জাড়িতদের শাস্তিও হয়। কাউকে কারাবাসে থাকতে হয়, আবার কাউকে গুণতে হয় বড় অংকের জড়িমানা। তারপরও থেমে নেই প্রতারক চক্রের কূটকৌশল। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা কাউন্টিতে।
ওই কাউন্টির ইন্স্যুরেন্স কমিশন জানিয়েছে, গত ২৭ এপ্রিল নর্থ ক্যারোলিনায় একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনার পর গাড়ি বীমা, বাড়ি বীমা ও জীবন বীমা ব্যবসা প্রতিষ্ঠান ফার্মার্স ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বীমা দাবি করেন কাউন্টির ৩ জন অধিবাসী।
তারা হলেন, জ্যাকসনভিল্লের বাসিন্দা এন্থনি বোয়েন (২৯) ও ট্রেসি বোয়েন (৪৯) এবং ডিরহামের বাসিন্দা কেভিন ডোনোবান রেনল্ডসকে (২৫) । কিন্তু ভুয়া তথ্য দিয়ে প্রতারণামূলকভাবে ফার্মার্স ইন্স্যুরেন্সের কাছে পেমেন্ট নেয়ার চক্রান্তের অভিযোগে নর্থ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অব ইন্স্যুরেন্স (এনসিডিওআই) তাদের গ্রেফতার করে।
ঘটনার বর্ণনায় এনসিডিওআই’র কমিশনার ওয়েন গুডউইন জানান, নর্থ ক্যারোলিনা কাউন্টিতে প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হলে ফার্মার্স ইন্স্যুরেন্সের কাছে বীমা দাবি করে এন্থনি, ট্রেসি ও রেনল্ডস। দুর্ঘটনার সময় রেনল্ডস গাড়ি ড্রাইভিং করছিলেন বলে আবেদনে দাবি করেন এন্থনি এবং রেনল্ডস। তবে অনুসন্ধানকারি দল নিশ্চিত হতে পেরেছেন যে, রেনল্ডস নয় গাড়ি চালাচ্ছিলেন এন্থনি বোয়েন।
এছাড়াও প্রাইভেটকার দুর্ঘটনার সময় রেনল্ডস এবং ট্রেসি আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তবে ঘটনার তদন্তকারি দল জানিয়েছে, রেনল্ডস এবং ট্রেসি আহত হননি। বরং দুর্ঘটনার সময় তাদের কেউই গাড়িতে অবস্থান করছিলেন না। অর্থাৎ তাদের দাবিও সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক।
এন্থনির বিরুদ্ধে অনস্লো কাউন্টিতে মিথ্যা বাহানা, বীমা প্রতারণা, মিথ্যা বাহানা দিয়ে সম্পত্তি অর্জনের চক্রান্ত, মিথ্যা পুলিশ প্রতিবেদন জমা এবং লাইসেন্স বাতিল করার পর গাড়ি ড্রাইভিং করার অভিযোগ আনা হয়।
এ ঘটনার পর গত ২৮ অক্টোবর অনস্লো কাউন্টি থেকে এন্থনি বোয়েনকে গ্রেফতার করেছে নর্থ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অব ইন্স্যুরেন্স। গ্রেফতারের পর এন্থনি বোয়েনকে ২৭ হাজার মার্কিন ডলার বন্ডের অধীনে ন্যস্ত করা হয়।
অনস্লো কাউন্টিতে কেভিন ডোনোবান রেনল্ডসের বিরুদ্ধেও একই ধরণের অভিযোগ আনা হয়। তবে লাইসেন্স বাতিলের পরও গাড়ি ড্রাইভিং করার অভিযোগ আনা হয়নি তার বিরুদ্ধে। এদিকে পুলিশ এখনো কেভিন ডোনোবান রেনল্ডসের বিষয়টি খুঁজে দেখছে বা তদন্ত করছে বলে জানা গেছে।
নর্থ ক্যারোলিনার অনস্লো কাউন্টিতে ট্রেসি বোয়েনের বিরুদ্ধেও মিথ্যা বাহানা, বীমা প্রতারণা, মিথ্যা বাহানা দিয়ে সম্পত্তি অর্জনের চক্রান্তের অভিযোগ আনা হয়। গত ২৮ অক্টোবর ট্রেসি বোয়েনকে অনস্লো কাউন্টি থেকে গ্রেফতার করা হয়েছে এবং ৩৫ হাজার মার্কিন ডলার বন্ডের অধীনে ন্যস্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা কাউন্টি ইন্স্যুরেন্স কমিশনের তথ্য মতে, জামিন সংযুক্তকরণে জালিয়াতি, বীমা দাবি বিচার ও তদন্তের জন্য ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের কর্মকর্তা ও রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
২০০৯ সালে ওয়েন গুডউইন বীমা কমিশনার হওয়ার পর থেকে ১৫০০ জনেরও বেশি আটক এবং ৭৫০ জনেরও বেশি অভিযুক্তের রায় দেয়া হয়েছে। এছাড়াও ২৫০টিরও বেশি মামলার কার্জক্রম চলছে। এসব ঘটনায় ৭২.১ মিলিয়ন মার্কিন ডলার বিতরণ, ক্ষতিপূরণ ও উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ইন্স্যুরেন্স কাউন্সিল।