পতনশীল রপ্তানি বাণিজ্যকে উজ্জীবিত করতে ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্পগুলোকে (এসএমই) বাণিজ্য বীমা প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া সরকার।
বর্তমানে দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে ৩০ শতাংশ হারে ট্রেড ইন্স্যুরেন্স ডিসকাউন্ট বা বাণিজ্য বীমা ছাড়া দেয়া হচ্ছে। এই পরিমাণকে আরো বৃদ্ধি করে আগামীতে ৫০ শতাংশ হারে বীমা ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়ে কোরিয়া।
রপ্তানিমুখী অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার শিল্প, বাণিজ্য ও জ্বালানী মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
নিজ দেশের পণ্য বিদেশে রপ্তানি করতে সরকারের এই পরোক্ষ সহযোগিতা অর্থাৎ বাণিজ্য বীমার ছাড়ের পরিমাণ ১৭.৫ বিলিয়ন ওন অর্থাৎ ১৫.২ মিলিয়ন মার্কিন ডলার দাঁড়াবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
গত অক্টোবরে টানা দশম মাসের মতো রপ্তানি বাণিজ্য ১৫.৮ শতাংশ কমে যাওয়ার পর বাণিজ্য বীমা ছাড় দেয়ার এই সিদ্ধান্তের কথা জানালো পূর্ব এশিয়ার শিল্পোন্নত দেশ কোরিয়া।