বীমা ব্যবসার প্রসারে ভারতের নয়া পরিকল্পনা

বীমা ব্যবসার প্রসার আরো বাড়াতে এবং আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন ঘটাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে বীমা বিক্রি করতে ই-কমার্স পোর্টালগুলোকে অনুমতি দিতে যাচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অব ইনডিয়া (আইআরডিএআই) । এর ধরণের পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে গ্রাহকরা খুব সহজে ই-কমার্স কোম্পানিগুলোর কাছ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবে। তাছাড়া ই-কমার্সের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড বিক্রির বিষয়ে ভারতের মার্কেট রেগুলেটর, সিকিউরিটিস এবং এক্সচেঞ্জ বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে এ পরিকল্পনা সঙ্গতিপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত কনফেডারেশন অব ইনডিয়ান ফিনান্সিয়াল ডিস্ট্রিবিউশন সামিট-২০১৫তে আইআরডিএআই এর আজীবন সদস্য নিলেশ সাথী বলেন, আমরা এটার (নিয়ম) ওপর কাজ করছি। খুব শিগগিরই এর একটি খসড়া সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। নিলেশ আরো বলেন, আমরা সাধারণ বীমা পণ্য যেমন- স্বাস্থ্য বীমা, মোটর ওউন ড্যামেজ, মোটর থার্ড পাটি, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং সাধারণ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ইত্যাদি ই-কমার্সের মাধ্যমে বিক্রি করতে চাই। কারণ এগুলো বোঝা খুব সহজ এবং কাউন্টার দ্বারা বিক্রি করা সুবিধা। নিলেশ সাথীর উদ্বৃতি দিয়ে ভারতের ফিনান্সিয়াল ক্রনিকল এ সংবাদ প্রকাশ করেছে। দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইনডিয়ার দ্বারা গত বছরের মে মাসে এই বন্টন পদ্ধতি গ্রহণের মধ্য দিয়ে অনলাইন ইন্স্যুরেন্স ব্যাপক অগ্রগতি লাভ করেছে। অন্তত সব বীমা কোম্পানির এখন অনলাইন টার্ম প্ল্যান রয়েছে।