৭৮% দাবি দেয়নি নন লাইফ বীমা কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক:  

গ্রাহকের বীমা দাবির বেশির ভাগই পরিশোধ করছে না বেসরকারি নন লাইফ বীমা কোম্পানিগুলো। পরিশোধ না করার এ হার ৭৮%। তবে ৬টি কোম্পানি ১০০% দাবি বকেয়া রেখেছে।  চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে কোম্পানিগুলোর পাঠানো বীমা দাবি সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র মতে, বীমা গ্রাহকদের দাবি পরিশোধ নিশ্চিত করার উদ্যোগ হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নন লাইফ বীমা কোম্পানিগুলোর কাছে নির্ধারিত ছক অনুসারে বীমা দাবি সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায়। এ প্রেক্ষিতে দেশের ৪৬টি লাইফ বীমা কোম্পানির মধ্যে আইডিআরএ’র কাছে ৪০টি কোম্পানি দাবি সংক্রান্ত তথ্য দেয়। আর বাকি ৬টি কোম্পানি কোনো তথ্য দেয়নি।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে ৪০টি নন ইফ বীমা কোম্পানির দাবি পরিশোধের হার গড়ে ২১.০৪%। দাবি অপরিশোধের হার গড়ে ৭৭.৯৩%। আলোচ্য সময়ে নন লাইফ বীমা কোম্পানিগুলোতে পূর্বের দাবি ও উত্থাপিতসহ মোট দাবি দাঁড়ায় ১৬ হাজার ৭৬৯টি। এর মধ্যে মাত্র ৩ হাজার ৫২৯টি দাবি পরিশোধ করে। আর দাবি অপরিশোধিত রেখেছে ১৩ হাজার ৬৯টি।

প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিগুলো দাবি পরিশোধ এক হাজার ২৬টি। যা উত্থাপিত দাবির ১৮.৫২%। আর পেন্ডিং রেখেছে ৪ হাজার ৫০৯টি। যা ৮১.৪১%। ফেব্রুয়ারি মাসে কোম্পানিগুলো দাবি পরিশোধ করেছে এক হাজার ১৯৮টি। যা উত্থাপিত দাবির ২১.৩২%। আর অপরিশোধিত রেখেছে ৪ হাজার ৩৩৭টি। যা ৭৭.১৮%। আর মার্চ মাসে কোম্পানিগুলো দাবি পরিশোধ করেছে এক হাজার ৩০৫টি। যা শতকরা ২৩.২৫%। আর পেন্ডিং রেখেছে ৪ হাজার ২২৩টি। যা ৭৫.২৪%।

আইডিআরএ দেয়া তথ্য অনুযায়ী, ৬টি কোম্পানি গ্রাহকদের কোন দাবি পরিশোধ করেনি। অর্থাৎ শতভাগ পেন্ডিং রেখেছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য। অর্থাৎ এ কোম্পানিগুলো তাদের গ্রাহকদেরও কোনো দাবি পরিশোধ করতে পারেনি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৮টি। এর আগে বকেয়া ছিল ২৩টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩১টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র একটি। যা ৩.২২%। অপরিশোধিত রেখেছে ৯৬.৭৭%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩৩টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৫টি। যা ১৫.১৫%। আর অপরিশোধিত ৮৪.৮৪%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩৯টি। পরিশোধ করে ১৪টি। যা ৩৫.৮৯%। বকেয়া ৪৬.১৫%।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৯টি। এর আগে বকেয়া ছিল ১৫৬টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৬৫টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৮টি। যা ৪.৮৪%। অপরিশোধিত রেখেছে ১৫৭টি। যা ৯৫.১৫%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৬৮টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১৩টি। যা ৭.৭৩%। আর অপরিশোধিত ৯২.২৬%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৬৫টি। পরিশোধ করে ৭টি। যা ৪.২৪%। বকেয়া ৯৫.৭৫%।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৪টি। এর আগে বকেয়া ছিল ৭০টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭৪টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৪টি। যা ৫.১২%। অপরিশোধিত রেখেছে ৭০টি। যা ৯৪.৫৯%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭০টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৩টি। যা ৪.২৮%। আর অপরিশোধিত ৯৫.৭১%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭১টি। পরিশোধ করে ৭টি। যা ৯.৮৫%। বকেয়া ৯০.১৪%।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ২৬টি। এর আগে বকেয়া ছিল ৬৩টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮৯টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১০টি। যা ১১.২৭%। অপরিশোধিত রেখেছে ৭৯টি। যা ৭৮.৭৬%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯৪টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৪টি। যা ৪.২৫%। আর অপরিশোধিত ৯৫.৭৪%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১২০টি। পরিশোধ করে ৪টি। যা ৩.৩৩%। বকেয়া ৯৬.৬৬%।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৫টি। এর আগে বকেয়া ছিল ৮৬টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০১টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৭টি। যা ৬.৯৪%। অপরিশোধিত রেখেছে ৯৪টি। যা ৯৩.০৬%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০৫টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ২৫টি। যা ২৩.৮০%। আর অপরিশোধিত ৭৬.১৯%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯৬টি। পরিশোধ করে ৩টি। যা ৩.১২%। বকেয়া ৯৬.৮৭%।

কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৬টি। এর আগে বকেয়া ছিল ১২২টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৩৮টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১০টি। যা ৭.২৪%। অপরিশোধিত রেখেছে ১২৮টি। যা ৯২.৭৫%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৪১টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১২টি। যা ৮.৫১%। আর অপরিশোধিত ৯১.৪৮%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৩৭টি। পরিশোধ করে ১১টি। যা ৮.০২%। বকেয়া ৯১.৭৯%।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ২১টি। এর আগে বকেয়া ছিল ১১১টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৩২টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৮টি। যা ৬.০৬%। অপরিশোধিত রেখেছে ১২৪টি। যা ৯৩.৯৩%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৪৮টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৮টি। যা ৫.৪০%। আর অপরিশোধিত ৯৪.৫৯%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৫৬টি। পরিশোধ করে ১৪টি। যা ৯.৯৭%। বকেয়া ৯১.০২%।

ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ২৯টি। এর আগে বকেয়া ছিল ৩৭৫টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪০৪টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৩৮টি। যা ৮.৪১%। অপরিশোধিত রেখেছে ৩৭০টি। যা ৯১.৫৮%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪০১টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১৯টি। যা ৪.৭৩%। আর অপরিশোধিত ৯৫.২৬%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪১৫টি। পরিশোধ করে ৬০টি। যা ১৪.৪৫%। বকেয়া ৮৫.৫৪%।

তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৪টি। এর আগে বকেয়া ছিল ৯০টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০৪টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১১টি। যা ১০.৫৭%। অপরিশোধিত রেখেছে ৯৩টি। যা ৮৯.৪২%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০৩টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১৮টি। যা ১৭.৪৭%। আর অপরিশোধিত ৮২.৫২%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯৭টি। পরিশোধ করে ৪টি। যা ৪.১২%। বকেয়া ৯৫.৫৮%।

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৩টি। এর আগে বকেয়া ছিল ৬২টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭৫টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১১টি। যা ১৪.৬৬%। অপরিশোধিত রেখেছে ৬৪টি। যা ৮৫%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭৭টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৯টি। যা ১১.৬৮%। আর অপরিশোধিত ৮৮.৩১%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮৯টি। পরিশোধ করে ৭টি। যা ৭.৮৬%। বকেয়া ৯২.১৩%।

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ২৩টি। এর আগে বকেয়া ছিল ৩৩টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৫৬টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৫টি। যা ৮.৯২%। অপরিশোধিত রেখেছে ৫১টি। যা ৯১.০৭%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮০টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৮টি। যা ১০%। আর অপরিশোধিত ৯০ %। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০২টি। পরিশোধ করে ১০টি। যা ৯.৮০%। বকেয়া ৯০.২০%।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৩০টি। এর আগে বকেয়া ছিল ২২৯টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২৫৯টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৯টি। যা ৭.৩৩%। অপরিশোধিত রেখেছে ২৪০টি। যা ৯২.৬৬%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২৯৩টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৩৭টি। যা ১২.৬২%। আর অপরিশোধিত ৮৭.৩৭%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২৯১টি। পরিশোধ করে ৪৭টি। যা ১৬.১৫%। বকেয়া ৮৩.৮৪%।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৮টি। এর আগে বকেয়া ছিল ৬২টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭০টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৫টি। যা ৭.১৪%। অপরিশোধিত রেখেছে ৬৫টি। যা ৯২.৮৫%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৬৯টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১১টি। যা ১৫.৯৪%। আর অপরিশোধিত ৮৪.০৫%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৭০টি। পরিশোধ করে ১৬টি। যা ২২.৮৫%। বকেয়া ৭৭.১৪%।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৫টি। এর আগে বকেয়া ছিল ৭৫টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯০টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১২টি। যা ১৩.৩৩%। অপরিশোধিত রেখেছে ৭৮টি। যা ৮৬.৬৬%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮৯টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৯টি। যা ১০.১১%। আর অপরিশোধিত ৮৯.৮৮%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮৮টি। পরিশোধ করে ৭টি। যা ৭.৯৫%। বকেয়া ৯২.০৪%।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১২টি। এর আগে বকেয়া ছিল ৩৯টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৫১টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৯টি। যা ১৭.৬৪%। অপরিশোধিত রেখেছে ৪২টি। যা ৮২.৩৫%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৫০টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৪টি। যা ৮ %। আর অপরিশোধিত ৯২ %। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৫৫টি। পরিশোধ করে ৫টি। যা ৯.০৯%। বকেয়া ৯০.৯০%।

ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১১টি। এর আগে বকেয়া ছিল ১০৬টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১১৭টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৮টি। যা ১৫.৩৮%। অপরিশোধিত রেখেছে ৯৯টি। যা ৮৪.৬১%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১১১টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৬টি। যা ৫.৪০%। আর অপরিশোধিত ৯৪.৫৯%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১১৪টি। পরিশোধ করে ৫টি। যা ৪.৩৮%। বকেয়া ৯৫.৬১%।

ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১২টি। এর আগে বকেয়া ছিল ৯০টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০২টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৩টি। যা ১২.১৪%। অপরিশোধিত রেখেছে ৮৫টি। যা ৮৭.২৫%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯৮টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১৮টি। যা ১৮.৩৬%। আর অপরিশোধিত ৮১.৬৩%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯৪টি। পরিশোধ করে ১৬টি। যা ১৭.০২%। বকেয়া ৭৩.৪০%।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৯টি। এর আগে বকেয়া ছিল ৩৯টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪৮টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১১টি। যা ২২.৯৮%। অপরিশোধিত রেখেছে ৩৭টি। যা ৭৭.০৭%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪২টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ৪টি। যা ৯.৫২%। আর অপরিশোধিত ৯০.৪৭%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪৯টি। পরিশোধ করে ১টি। যা ২.৪%। বকেয়া ৯৭.৯৫%।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৮টি। এর আগে বকেয়া ছিল ৩৬টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮৪টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৭টি। যা ২০.২৩%। অপরিশোধিত রেখেছে ৪৯টি। যা ৭৯.৭৬%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৬১টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১৭টি। যা ২৭.৮৬%। আর অপরিশোধিত ৭২.১৩%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৪৩টি। পরিশোধ করে ৪টি। যা ৯.৩০%। বকেয়া ৯০.৭০%।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ২১টি। এর আগে বকেয়া ছিল ৯৫টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১১৬টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৩২টি। যা ২৭.৫৮%। অপরিশোধিত রেখেছে ৮৪টি। যা ৭২.৪১%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১০৫টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১০টি। যা ৯.৫২%। আর অপরিশোধিত ৯০.৪৭%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১২১টি। পরিশোধ করে ২০টি। যা ১৬.৫২%। বকেয়া ৮৩.৪৭%।

নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৭টি। এর আগে বকেয়া ছিল ২১৭টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২৩৪টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৯টি। যা ৮.১১%। অপরিশোধিত রেখেছে ২১৫টি। যা ৯১.৮৮%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২৩০টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ২৩টি। যা ১০ %। আর অপরিশোধিত ৯০ %। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২২০টি। পরিশোধ করে ২১টি। যা ৯.৫৪%। বকেয়া ৯০.৪৫%।

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ১৮৮টি। এর আগে বকেয়া ছিল ৪৫৮টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৬৪৬টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৭০টি। যা ১৮.১১%। অপরিশোধিত রেখেছে ৪৭৬টি। যা ৮১.৮৮%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৬৬১টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ২১৫টি। যা ৩২.৫২%। আর অপরিশোধিত ৬৭.৪৬%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৬১৪টি। পরিশোধ করে ১৯৫টি। যা ৩০.৭৫%। বকেয়া ৬৮.২৪%।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ৮৮টি। এর আগে বকেয়া ছিল ৩০২টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩৯০টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ৪১টি। যা ১০.৫১%। অপরিশোধিত রেখেছে ৩৪৯টি। যা ৮৯.৪৮%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩৮০টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১০৬টি। যা ২৭.৮৯%। আর অপরিশোধিত ৭২.১০%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২৮৯টি। পরিশোধ করে ৭৫টি। যা ২৫.৯৫%। বকেয়া ৪৭.৪০%।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাসে দাবি উত্থাপিত হয় ২৪টি। এর আগে বকেয়া ছিল ১৪৬টি। মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৭০টি। এর মধ্যে দাবি পরিশোধ করে মাত্র ১৫টি। যা ৮.৮২%। অপরিশোধিত রেখেছে ১৫৫টি। যা ৯১.৯৭%। ফেব্রুয়ারিতে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৭৪টি। এর মধ্যে পরিশোধ করে মাত্র ১৫টি। যা ৮.৬২%। আর অপরিশোধিত ৯১.৩৭%। মার্চে পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১৮৮টি। পরিশোধ করে ৩৬টি। যা ১৯.১৪%। বকেয়া ৮০.৮৫%।

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৮৪টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ১৪.২৮%। আর অপরিশোধিত ৮৫.৭১%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২১টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ৯.৫২%। আর অপরিশোধিত ৯০.৪৭%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ৪১.৫৫%। আর মার্চে কোন দাবি পরিশোধ করেনি।

রূপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩৬০টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ১৯.৪৪%। আর অপরিশোধিত ৮০.৫৫%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ২০.১২%। আর মার্চে পরিশোধ করে ২৪.৫০%।

সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১২টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ১৬.৬৬%। আর অপরিশোধিত ৮২.৩৩%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ১৪.২৮%। আর মার্চে কোন দাবি পরিশোধ করেনি।

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৩৭টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ১০.৮১%। আর অপরিশোধিত ৮৯.১৮%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ৭.১৪%। আর মার্চে পরিশোধ করে ১৪.২৮%।

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ৯৯টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ২৮.২৮%। আর অপরিশোধিত ৭৭.৭১%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ২৪.২৩%। আর মার্চে পরিশোধ করে ৪২.৭৪%।

রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ১১০৫টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ৩৬.৮৩%। আর অপরিশোধিত ৬৩.১৬%। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ৪১.৫৫%। আর মার্চে পরিশোধ করে ৪৫.০৯%।

অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জানুয়ারি মাস শেষে মোট পরিশোধযোগ্য দাবি দাঁড়ায় ২০টি। এর মধ্যে দাবি পরিশোধ করে ৫৫%। আর অপরিশোধিত ৪৫ %। ফেব্রুয়ারিতে পরিশোধ করে ৭২.২২%। আর মার্চে পরিশোধ করে ৬৪.২৮%।

এ বিষয়ে একাধিক কোম্পানির মূখ্য নির্বাহী বলেন, দাবি পরিশোধ সংক্রান্ত যে তথ্যের কথা বলা হচ্ছে তা ওই সময়ের কথা যে সময়ে দেশের সব জায়গাতে সহিংসতা চলছিল। এ সময় ইন্স্যুরেন্স তো দুরে থাক কোনো কাজই ব্যবসায়ীরা করতে পারেনি। তবে বর্তমানে এ অবস্থার অনেক উন্নতি হয়েছে দাবি করে তারা বলেন, বর্তমানে সব কোম্পানি তাদের গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করছে। আশা করছি দাবি পরিশোধ বিষয়ে গ্রাহকদের আর কোন অভিযোগ থাকবে না।

এদিকে ৭টি কোম্পানি প্রতিবেদন জমা দেয়নি। সেগুলো হলো- সাধারণ বীমা করপোরেশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।