বীমার টাকা পেতে প্রতারণা, অত:পর …

প্রতারণাপূর্ণ বীমা দাবি করায় একজনকে করাদণ্ড দিয়েছে আয়ারল্যান্ডের কর্ক সার্কিট অপরাধ আদালত। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অন্য ছয়জনকে বরখাস্ত ও সমাজসেবা করার শাস্তি দেয়া হয়। কর্ক সিটি ও কাউন্টিতে চলমান অপারেশন নাসকার অধীনে ওই সাতজনকে গ্রেফতার করা হয়। দেশটিতে গাড়ি বীমা জালিয়াতি নিয়ে উদ্বেগের মধ্যে ২০১১ সালে এই অপারেশন পরিচালনা শুরু করা হয়। দ্যা আইরিশ টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃত সাতজন হলেন, সাত: ব্রায়ান ক্যারল (৪১), ব্রুমফিল্ড মিডলটন; জন মারফি (৫৫), ব্ল্যাকওয়াটার হাইটস, ইউঘাল; ররি কিটিং (৬১), লিসক্যারোল, ম্যালোউ; পিটার লুনারগান (৪৫), কিল্লেঘ; দক্ষিণ আফ্রিকান ররি হান্নায়া (২৯); ইয়ান গোসনেল (৪৬), ম্যাপেল লেন, ক্যারিগটুহিল এবং সেলেনা সেক্সটন (৩৯), ব্ল্যাকওয়াটার হাইটস। জালিয়াতি ও ছলচাতুরির অভিযোগে গ্রেফতারের পর ওই সাতজনকে উপস্থিত করা হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। কর্ক শহরের মধ্যে ইউঘাল, মিচেলস্টোন, লিমলারা এবং মডেল খামার রোডে গাড়ি দুর্ঘটনায় প্রতারণা ও ছলচাতুরির আশ্রয় নেয় অভিযুক্তরা। দুর্ঘটনাগুলো দু’টি গাড়ির মধ্যে সংঘঠিত হয়, যাদের একটি অপরটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ২০১১ ও ২০১২ সালে এসব দুর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনার পর কুইন ডাইরেক্ট ও লিবার্টি ইন্স্যুরেন্সের কাছে বীমা দাবি করা হয়। কর্ক সার্কিট অপরাধ আদালতের বিচারক রিওর্ডান বলেন, এ ঘটনায় বৈধ দাবি এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে বিশ্বাসের মাত্রায় আঘাত হেনেছে।