শ্রমিকদের স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করছে ওমান

শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করতে যাচ্ছে এশিয়ার দক্ষিণ-পশ্চিমের দেশ ওমান। এজন্য 'বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা প্রকল্প' চালুর কথা বিবেচনা করছে দেশটির সরকার। ওমানে কর্মরত সব বিদেশি এবং স্বদেশি শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। নতুন এই পদক্ষেপ দেশটির বীমা শিল্পের অগ্রগতিকে আরো তড়ান্বিত করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। আর এ কারণেই প্রকল্পটিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সাগর পাড়ের দেশ ওমান সুলতানাত সরকার। এরইমধ্যে সৌদী আরব, কাতার এবং আবুধাবিকে উদাহরণ হিসেবে নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির অনুমোদনের জন্য প্রতিবেদনটি ওমান মন্ত্রীসভায় উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে দক্ষিণ কোরিয়া সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় তাদের স্বাস্থ্য বীমা প্রকল্পের ওপরে করা একটি গবেষণায় প্রাপ্ত তথ্যেরও অনুসরণ করা হয়েছে। টাইমস অব ওমান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ওমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. আহমেদ বিন মোহাম্মদ আল কাসমি বলেছেন, “বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা প্রকল্পের প্রতিবেদন বা সমীক্ষাটি দু’মাস আগে মন্ত্রীসভায় পাঠানো হয়েছে এবং এখন আমরা অপেক্ষা করছি।” চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের এই প্রকল্পের ওপর অনুষ্ঠিত একটি সম্মেলন ড. কাসমি আরো বলেন, ৫ থেকে ১০ বছরের মধ্যে এ প্রকল্প ধীরে ধীরে একটি ক্রমিক পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। আগে বা পরে, স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক হবে বলেও জানান ড. কাসমি। প্রাথমিক পর্যায়ে সরকার বিদেশি শ্রমিকদের জন্য বড় বড় কোম্পানির সঙ্গে কাজ শুরু করবে। ড. আহমেদ বিন মোহাম্মদ আল কাসমি বলেন, প্রথম ধাপে কি ঘটলো সেটা আমরা পর্যালোচনা করবো। মূলত সরকারের ওপর থেকে স্বাস্থ্যসেবার বোঝা কমানো এই প্রস্তাবিত প্রকল্পের উদ্দেশ্য। এছাড়াও বেসরকারি খাতের হাসপাতালগুলো টিকে থাকার জন্য যথেষ্ট রোগি পাওয়ার বিষয়টিও নিশ্চিত করবে। এই বাধ্যতামূলক প্রকল্প বীমা কোম্পানিগুলোর অগ্রগতিকে আরো জোরদার করবে। ওমানে স্বাস্থ্যবীমার বাজার ক্রমেই বাড়ছে। বিশেষ করে, সরকারি হাসপাতালের বিদেশি রোগিদেরকে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্থানান্তরের পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ওমানের জনসংখ্যা ৪২ লাখ ২০ হাজার। এর মধ্যে ২৩ লাখ ৫০ হাজার দেশটির নাগরিক। যা ৫৫.৬৮ শতাংশ। আর দেশটিতে প্রবাসী বা বিদেশি নাগরিকের সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার। অর্থাৎ ওমানের মোট জনসংখ্যার ৪৪.৩১ শতাংশই বিদেশি নাগরিক। যারা দেশটির বেসরকারি চাকরির ৯০ শতাংশই দখল করে আছে।