সপ্তাহের প্রথম কার্যদিবসে বীমা খাতের লেনদেন ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতে অনেকটা হোচট খেল পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানীগুলো। সার্বিক দিক দিয়ে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে। তবে তালিকাভুক্ত ৪৬টি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর রোববার বেড়েছে। বীমা খাতের বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার বীমা খাতের মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে বীমা খাতের লেনদেন হয়েছিল ৫ কোটি ৫৩ লাখ টাকা। একদিনের ব্যবধানে ডিএসইতে বীমা খাতের লেনদেন কমেছে ৭১ লাখ ১৫ হাজার টাকা বা ১২.৮৫ শতাংশ। বাজার মূলধনেও বীমা খাতের অবদান আগের কার্যদিবসের তুলনায় কমেছে। বুধবার লেনদেন শেষে বাজার মূলধনে বীমা খাতের অবদান ছিল ১.৬৫ শতাংশ। রোববার তা নেমে এসেছে ১.৫১ শতাংশে। ফলে আগের কার্যদিবসের তুলনায় বাজার মূলধনে বীমা খাতের লেনদেন কমেছে ০.১৪ শতাংশ। লেনদেন হওয়া বীমা কোম্পানীগুলোর মধ্যে রোববার দর বেড়েছে ২২টি কোম্পানির, কমেছে ১৮টি কোম্পানির এবং দাম অপরিবর্তীত ছিল ৯টি কোম্পানির শেয়ারের।