কিংস্টন হাসপাতালের সঙ্গে মেটলাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কিংস্টন হাসপাতালের সঙ্গে মেডিকেল কর্পোরেট চুক্তি করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (মেটলাইফ) । চুক্তির ফলে এখন থেকে আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী (মেটলাইফ) কিংস্টন হাসপাতাল থেকে তাদের পলিসি হোল্ডারদের প্রয়োজনীয় চিকিৎসার ক্ষেত্রে কর্পোরেট সুবিধা পাবে। চুক্তিতে কিংস্টন হাসপাতালের পক্ষে হাসপাতালের চেয়ারম্যান মেজর আব্দুস সালাম সরকার (অব:) ও আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পক্ষে চিফ অপারেশনস অফিসার আখলাকুর রহমান স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন কিংস্টন হাসপাতালের ডাইরেক্টর (টেকনিক্যাল সার্ভিসেস), ইঞ্জি. মো. ফারুক সরকার, এক্সিকিউটিভ ডাইরেক্টর মুহাম্মদ তানভীর আলম, কিংস্টন গ্রুপের জেনারেল ম্যানেজার মো. জাবেদুর রহমান এবং আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানীর (মেটলাইফ) সিনিয়র সহকারী ম্যানেজার মেডিকেল নেটওয়ার্ক ডা. আবু হেনা মোস্তফা বেলালসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, মিরপুর ডিওএইচএস এবং কালশী মোড়ের সন্নিকটে অবস্থিত কিংস্টন হাসপাতালে আউটডোর চিকিৎসা, ইমার্জেন্সি, প্যাথলজী, ইমেজিং, কনসালটেশন সেন্টার ইত্যাদি কার্যক্রম নিয়মিত ভাবে চলছে এবং খুব শিগগিরই ইনডোর চিকিৎসা, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস সেবা শুরু হতে যাচ্ছে।