গ্রিন ডেল্টা ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২৭.৭৭ শতাংশ। আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই'১৫ থেকে সেপ্টেম্বর'১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৬ পয়সা।
এ হিসাবে আগের বছরের চলতি হিসাব বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি'১৫ থেকে সেপ্টেম্বর'১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৪৫ টাকা।
আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১.২৯ টাকা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির আয় বেড়েছে ১২.৪০ শতাংশ।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই'১৫ থেকে সেপ্টেম্বর'১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গ্রিন ডেল্টা লাইফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২৭ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদের পরিমাণ ছিল ৭১.৯৬৮ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এ সম্পদের পরিমাণ ছিল ৬৬.৮৫ টাকা।