গ্রামের সাধারণ জনগণ ও বেকার নগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন বীমা প্রকল্প চালু করছে চীন সরকার। আগামী বছর দেশটির সাংহাইয়ে একীভূত এই স্বাস্থ্যবীমা প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বর্তমানে পৃথক পৃথক স্বাস্থ্যবীমা প্রকল্পের মাধ্যমে দেশটির গ্রামীণ জনগণ ও বেকার নাগরিকদের সেবা দেয়া হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে তাদের মেডিকেল ব্যয়ের খুব অল্প পরিমাণ যোগান দিচ্ছে চীন সরকার।
কিন্তু একীভূত এই স্বাস্থ্যবীমা ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে গ্রামীণ অধিবাসীদের জন্য মাথাপিছু বার্ষিক প্রিমিয়াম ২০০০ ইউয়ান বা ৩১৫ মার্কিন ডলার ৩০০০ ইউয়ানেরও বেশি বৃদ্ধি করা হবে।
শহরের অধিবাসীদের ক্ষেত্রেও মাথাপিছু বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ সমান হবে এবং এই ব্যয়ের ৯০ শতাংশ সরকার বহন করবে। এমনটাই জানিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা ব্যুরো।
আগামীতে গ্রামীণ জনগণ যখন হাসপাতালে ভর্তি হবে তখন তাদের প্রকৃত মেডিকেল ব্যয়ের ৬০ থেকে ৯০ শতাংশ নতুন এই প্রকল্পের মাধ্যমে যোগান দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বর্তমানে স্বাস্থ্যবীমার মাধ্যমে মেডিকেল ব্যয়ের সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ইউয়ান যোগান দেয়া হচ্ছে। এর বাইরে অর্থাৎ এক লাখ বিশ হাজারের বেশি মেডিকেল ব্যয় হলে অতিরিক্ত এই খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হয়।
প্রচলিত গ্রামীণ বীমা প্রকল্পের মাধ্যমে সরকার প্রতিবছর হাসপাতালগুলোর বহির্বিভাগের প্রত্যেক রোগির জন্য ৫ হাজার ইউয়ান ব্যয় করছে। কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে।
আগামী বছর থেকে চালু হতে যাওয়া নতুন এই প্রকল্পে ব্যয়ের কোন সীমা নির্ধারিত থাকছে না। তবে শুধুমাত্র প্রকৃত ব্যয়ের ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ব্যয় সরকারি তহবিল থেকে বহন করা হবে।
এছাড়াও গ্রামীণ ক্লিনিকগুলোতে তাদের ব্যয়ের ৮০ শতাংশ সরকারি তহবিল থেকে পরিশোধ করা হবে। নতুন এই প্রকল্পের যথাযথ কার্যকরের জন্য গ্রামীণ এক হাজার ৩শ’ ক্লিনিকের সবগুলোই এর আওতায় আনা হবে।